Top News

বিশ্ব পিয়ানো দিবস : দিন হিসাবে পালিত এই বিশেষ তিথির ইতিহাস আসুন জেনে নিন


জগৎ বিখ্যাত জার্মান সুরকার লুইগ ভ্যান বিথোভেন বলেছিলেন ," পিয়ানোর সুর ভুল হওয়া তুচ্ছ তবে আবেগহীন ভাবে বাজিয়ে যাওয়া অমার্জনীয় ত্রুটি "। তাই পিয়ানো চর্চা যাতে মানুষের মধ্যে সর্বাত্মকগতিতে ছড়িয়ে পড়ে সেই উদ্যোগে বিশ্ব পিয়ানো দিবস।
কলকাতা : হলিউড থেকে বলিউড । টাইটানিক থেকে রাজেশ খান্নার কাটি পত্ং  । কিংবা শাহরুখ খানের " ইয়েস বস" । অথবা স্বর্ণযুগের বাংলা সিনেমা রাজকুমারী থেকে জয়জয়ন্তী । আরও অসংখ্য সিনেমায়, গানে ব্যবহৃত হয়েছে এই বাদ্যযন্ত্র । গানে সুরে পিয়ানো ব্যবহারের আরো নানা আঙ্গিক নিয়ে আলোচনা চলে এদিন ।
কেন বাছাই এই দিনটি?
পিয়ানোতে সাধারণত ৮৮টি key থাকে। সেই কারণে বছরের ৮৮তম দিনটিতে বিশ্ব পিয়ানো দিবস উদযাপন করা হয়। এই বছর দিনটি পড়েছে ২৯ মার্চ।
কবে শুরু:
২০১৫ সালে শুরু হয়েছে বিশ্ব পিয়ানো দিবস উদযাপন। জার্মান সঙ্গীতশিল্পী নিলস ফ্রাম (Nils Frahm) এই দিনটির উদযাপনের সূচনা করেন।
পিয়ানোর ইতিহাস:
কয়েক শতক ধরে বিবর্তিত হয়েছে পিয়ানো। ১৭০০ সালে ইতালিতে একটি বাদ্যযন্ত্র তৈরি হয়। নাম ছিল হার্পসিকড (Harpsichord)। ওই যন্ত্রের আবিষ্কারক ছিলেন ইতালির এক সঙ্গীতশিল্পী বার্তেলোমিউ ক্রিস্টোফারি (Bartolomeo Cristofori)। ধীরে ধীরে চেহারা বদল হয়েছে। বিশেষজ্ঞরা বলে থাকেন মোটামুটি ১৮০০ শতকের শেষদিক থেকে আধুনিক পিয়ানোর চেহারা সামনে আসে। যা এখন আরও উন্নত হয়েছে। 

পিয়ানোর খুঁটিনাটি:
কি-বোর্ডের উপর নির্ভর করে মূলত তিনভাগে ভাগ করা যায় পিয়ানো। ৬৬, ৭২ এবং ৮৮-এই তিনটি আলাদা আলাদা key-এর পিয়ানো রয়েছে। এর মধ্যে ৮৮টি কি-বোর্ডের পিয়ানো ক্লাসিকাল পিয়ানোর জন্য ব্যবহৃত হয়। 
২০১৫ সালে শুরু থেকেই প্রবল জনপ্রিয়তা পেয়েছে এই বিশেষ দিনটি। বিভিন্ন দেশে নানাভাবে উদযাপন হয় দিনটি। একাধিক কনসার্ট বা গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারতে পিয়ানো বাজানোর রীতি শুরু হয়েছিল আঠারো শতকে। ইংরেজ শাসনের সময় ইউরোপীয় বাদ্যযন্ত্রগুলির সঙ্গে পরিচয় ঘটে আমাদের। তারপর ক্রমে ভারতের উচ্চবিত্ত অভিজাত শ্রেণীর মধ্যে এই পিয়ানো বাজানোর চল শুরু হয়। ১৭৯০ থেকে ১৮৬০ সালের মধ্যে, মোজার্ট-যুগের পিয়ানোতে অসংখ্য পরিবর্তন আসে যার ফলে বাদ্যযন্ত্রের বর্তমান গঠনের বিকাশ ঘটে।
বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতে প্রথম পিয়ানো কারখানা প্রতিষ্ঠা করা হয় কলকাতায়। তখন পিয়ানো কারিগর হিসাবে বিখ্যাত ছিলেন আর এস হাওয়ার্ড। ক্রমান্বয়ে বলিউডের দৌলতে ভারতীয় ছবিগুলিতেও পিয়ানোর ব্যবহার শুরু হয়। ভারতীয় পিয়ানোবাদকদের মধ্যে অন্যতম হলেন অনিল শ্রীনিবাসন।

Post a Comment

নবীনতর পূর্বতন