![]() |
আরজিকরকাণ্ড |
সোমবার, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে বহুচর্চিত আরজি কর মামলায় (RG Kar Case)। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর নির্যাতিতা চিকিৎসকের পরিবারের আবেদনের ভিত্তিতে কলকাতা হাই কোর্ট নতুন করে তদন্তের আর্জি শুনবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে এই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
প্রথম থেকেই নির্যাতিতার পরিবার তদন্ত নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে এসেছে। তাদের অভিযোগ, মামলার মূল অভিযুক্ত সঞ্জয় ছাড়াও আরও বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে, যাদেরকে এখনও পর্যন্ত তদন্তের আওতায় আনা হয়নি। এই অভিযোগে ফের নতুন করে তদন্তের দাবি তোলে তারা।নির্যাতিতার পরিবারের বিস্ফোরক অভিযোগ
শুনানির আগে সাংবাদিকদের সামনে একেবারে ভেঙে পড়েন নির্যাতিতার মা ও বাবা। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "CBI সাত মাসে কিছুই করল না। এখন এসে কী লাভ?" এরপর তাঁরা সরাসরি তৃণমূল নেতাদের দিকে আঙুল তুলে অভিযোগ করেন, তাঁদের মেয়ের মৃত্যুর পর চারদিন মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল।
তাঁরা দাবি করেন, পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও নতুন পুর চেয়ারম্যান সোমনাথ দে তাঁদের চাপ দেন চুপ থাকার জন্য। এমনকি তাঁদের বাড়ি এক প্রকার ঘিরে রাখা হয়েছিল বলেও দাবি করেন নির্যাতিতার মা-বাবা।
সুপ্রিম কোর্টের অনুমতি পেল পরিবার
এর আগে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল, এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় তারা শুনানি করতে পারবে না। এরপর নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টে আবেদন করে। সেখানেই সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে এই মামলার শুনানিতে কোনও বাধা নেই।
এই অনুমতি পাওয়ার পরই আজ সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হতে চলেছে। এখন গোটা রাজ্যের নজর রয়েছে আদালতের নির্দেশের দিকে।
একটি মন্তব্য পোস্ট করুন