যেখান থেকে ২০২৪ শেষ করেছিল সানরাইসার্স রা সেখান থেকেই শুরু করল ২০২৫ মরশুম
টা, নেপথ্যে ঈশান কিশান (১০৬*) এবং ট্রাভিস হেড(৬৭)এর যুগলবন্দী। পাওয়ারপ্লে তেই ১০০ রান তুলে দিয়েছিল হায়দরাবাদ এর ফ্র্যাঞ্চাইজি টি । অনেকে মনে করছিলেন যে হয়তো ৩০০ রান করে ফেলবেন কিন্তু ম্যাচ এর শেষ দিকে রাজস্থান বোলিং এ হাল ধরে কয়েকটা দ্রুত উইকেট তুলে নিয়ে খেলার মোমেন্টাম তাই ঘুরিয়ে দিলেন তবুও শেষ রক্ষা হলোই বা কই। ২০ ওভার এর শেষে স্কোর বোর্ডে রান তখন ২৮৬/৬। জিততে হলে রাজস্থান কে ১২০ বলে করতে হবে ২৮৭। যা মূলত টি টোয়েন্টি ফরম্যাট এ অত্যন্ত মুসকিল, তবুও হাল ছাড়েনি রোয়ালস রা। জয়সওয়াল খুব শীঘ্রই প্যাভিলিয়ন এ ফিরে গেলেও পাল্টা আক্রমণ করলেন সঞ্জু স্যামসন, স্ট্যান্ড বাই অধিনায়ক রিয়ান পরাগ ৪ রান এবং নীতিশ রানা ১১ করে ফিরে যেতেই চাপ বেড়ে যায় রাজস্থান শিবিরে। যোগ্য সংগত দিলেন উইকেটরক্ষক ধ্রুব জুরেল, করলেন ৩৫ বলে ৭০ l ম্যাচ এর শেষ দিকে হেটমায়ের এবং শুভম ডুবে রান তাড়া করলেও বেশি দূর এগোতে পারেনি, ফলে ২৪২/৬ তেই ইনিংস শেষ হয়ে যায় রয়ালস দের।
টা, নেপথ্যে ঈশান কিশান (১০৬*) এবং ট্রাভিস হেড(৬৭)এর যুগলবন্দী। পাওয়ারপ্লে তেই ১০০ রান তুলে দিয়েছিল হায়দরাবাদ এর ফ্র্যাঞ্চাইজি টি । অনেকে মনে করছিলেন যে হয়তো ৩০০ রান করে ফেলবেন কিন্তু ম্যাচ এর শেষ দিকে রাজস্থান বোলিং এ হাল ধরে কয়েকটা দ্রুত উইকেট তুলে নিয়ে খেলার মোমেন্টাম তাই ঘুরিয়ে দিলেন তবুও শেষ রক্ষা হলোই বা কই। ২০ ওভার এর শেষে স্কোর বোর্ডে রান তখন ২৮৬/৬। জিততে হলে রাজস্থান কে ১২০ বলে করতে হবে ২৮৭। যা মূলত টি টোয়েন্টি ফরম্যাট এ অত্যন্ত মুসকিল, তবুও হাল ছাড়েনি রোয়ালস রা। জয়সওয়াল খুব শীঘ্রই প্যাভিলিয়ন এ ফিরে গেলেও পাল্টা আক্রমণ করলেন সঞ্জু স্যামসন, স্ট্যান্ড বাই অধিনায়ক রিয়ান পরাগ ৪ রান এবং নীতিশ রানা ১১ করে ফিরে যেতেই চাপ বেড়ে যায় রাজস্থান শিবিরে। যোগ্য সংগত দিলেন উইকেটরক্ষক ধ্রুব জুরেল, করলেন ৩৫ বলে ৭০ l ম্যাচ এর শেষ দিকে হেটমায়ের এবং শুভম ডুবে রান তাড়া করলেও বেশি দূর এগোতে পারেনি, ফলে ২৪২/৬ তেই ইনিংস শেষ হয়ে যায় রয়ালস দের।
একটি মন্তব্য পোস্ট করুন