বরসাপাড়া স্টেডিয়ামে দুর্দান্ত ৮উইকেট জয় পেল কেকেআর নেপথ্যে কুইন্টন ডি কক এর ঝকঝকে ৯৭* রানের ইনিংস। ম্যাচ নং ৬ তে টস জিতে রাজস্থান কে প্রথমে ব্যাট করতে পাঠায় কেকেআর। স্লো পিচ হওয়ার কারণে অন্যান্য ম্যাচের কত ২৫০ রান উঠলো না বরং রাজস্থান এর ইনিংস ১৫১/৯ এই শেষ হয়ে গেলো। শরীর খারাপ থাকার কারণে সুনিল নারিন ম্যাচে না থাকায় মনে হয়েছিল রাজস্থান এর একটু সুবিধা হবে কিন্ত মঈন আলী যে নারিন এর অভাব টাই টের পেতে দেবেনা কে জানত। কেকেআর এর দুই স্পিনার বরুণ আর মঈন এর জালে ধরা পড়ল অধিকাংশ ব্যাটসম্যান। দুজনেই নিলেন ২ টো করে উইকেট। বাকি বোলার এর মধ্যে হরষিত রানা আর বৈভব অরোরা নেন ২টো করে। স্পেন্সার জনসন ৪০ রান দিলেও ১টি উইকেট তুলে নেন।।
জবাবে ব্যাট করতে এসে ডি কক এর সৌজন্যে রান চেজ টা এতো সহজ হবে হয়তো কেউই ভাবতে পারেননি। এই জয়ের ফলে কেকেআর এর নেট রান রেট এর উন্নতি লীগ এর শেষ দিকে অক্সিজেন এর কাজ করবে।
একটি মন্তব্য পোস্ট করুন