Top News

ভাইয়ের মৃত্যুর বদলার কথা দাদার মুখে

 


ব্যারাকপুরে গান স্যালুটে বিদায় জানানো হল শহিদ ঝন্টু আলি শেখকে,সেনা বাহিনীতে থাকা ভাইয়ের এমন করুন পরিণতিতে  দাদার মুখে উঠে আসলো বদলার কথা!  

ভারতীয় সেনার বাংলার ছেলে সাহসী জওয়ান ঝন্টু আলি শেখ, সন্ত্রাস দমন অভিযানে শহিদ হন । তাঁর নিথর দেহকে ব্যারাকপুর সেনানিবাসের অফিসাররা গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানাল । এরপরই দেহ রওনা দেয় নিজের বাড়ির উদ্দেশ্যে। কাশ্মীরে জঙ্গি হামলার পর বসন্তগঞ্জের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে শহিদ হন ঝন্টু। জানা গিয়েছে, পুরো অভিযানটির নেতৃত্ব দিচ্ছিলেন তিনিই। অভিযানের সময় জঙ্গিদের গুলিতে মাথা ও কাঁধে গুরুতর জখম হন তিনি। এরপর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হেলিকপ্টার করে নিয়ে আসা হলেও, শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলেই ঘোষণা করেন। অপরদিকে, ভাইয়ের মৃত্যুতে শোকাহত হলেও, দায়িত্ববোধে অটল ঝন্টুর দাদা সেনাবাহিনীতে কর্মরত সুবেদার সফিকুল শেখ। শোকের মধ্যেই তিনি জানান, দেশের শত্রুদের আমরা ছাড়ি না, ছাড়বোও না। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি বীর শহীদের দেহ ব্যারাকপুর সেনা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সরকারের তরফে দায়িত্ব নিয়ে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরসভার মেয়র সব্যসাচী দত্ত। দেশের জন্য আত্মবলিদান দেওয়া এই বীরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ব্যারাকপুরবাসি সহ গোটা নাগরিক সমাজ। আর এই শহিদের মৃত্যুই যেন মনে করিয়ে দেয়, দেশের শান্তির জন্য কেউ না কেউ কোথাও না কোথাও প্রাণ দেয় নীরবে। 


Post a Comment

নবীনতর পূর্বতন