কলকাতাবাসী এখন একটু কান পাতলেই শুনতে পাচ্ছে বাজির শব্দ, আর তার সঙ্গে রয়েছে উচ্ছ্বাস ও হাততালিও। আসলে, তারাও তো এই আনন্দেরই এক অংশ । শেষ হলো ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ ISL ২০২৫। ফাইনালে খেলল কলকাতার অন্যতম এক ভালোবাসা মোহনবাগান, আর তার বিরুদ্ধে ছিল ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরু এফসি।
প্রথম থেকেই টানটান লড়াই চলছিল, দুই পক্ষই লড়াকু ভঙ্গিতে জিতে নিতে চাইছিল ISL ট্রফি। কিন্তু দিনের শেষে পুরো স্টেডিয়াম রাঙিয়ে দিল সবুজ-মেরুন—জ্বললো রঙমশাল, মানুষের ভিড়ে ভরে গেল আবির , আর আকাশ ছুঁয়ে উঠল একটাই জয়ধ্বনি—‘জয় মোহনবাগান! জয় মোহনবাগান!’
নির্ধারিত সময়ে যদিও এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি - একটি আত্মঘাতী গোলে মোহনবাগানের ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ বল জড়ান নিজেদের জালে । তবে সেখান থেকে ফিরে আসে সবুজ-মেরুন বাহিনী—পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান জেসন কামিংস।
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, আর সেখানেই নির্ধারিত হয় আজ কার হাতে উঠবে আইএসএল শিল্ড । ৯৬ মিনিটে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেমি ম্যাকল্যারেন জালে বল জড়িয়ে দেন এবং মোহনবাগানকে এনে দেন জয়সূচক গোলটি ।
তবে প্রতিটি খেলার মতো, এবারও স্টেডিয়ামের এক অংশ ভেঙে পড়েছে হতাশায়। শেষ অবধি জানপ্রাণ দিয়ে লড়েছে বেঙ্গালুরু এফসি - সমানে , সমানেই টক্কর দিয়েছে সুনীল ছেত্রীর দল। তাদের প্রশংসা না করে পারা যায় না ।
অবশেষে আরেকটা রূপকথা লিখল মোহনবাগান। ট্রফি শুধু জয় নয়, এটা এক শহরের হৃদয় জয়ের গল্প। সবুজ-মেরুন স্বপ্ন আজ পূর্ণতা পেল।
একটি মন্তব্য পোস্ট করুন