ঘটলো বহুদিনের অপেক্ষার অবসান — অবশেষে ক্রিকেট পা রাখলো অলিম্পিকের ময়দানে। আজ কিছুক্ষণ আগেই অলিম্পিক গেমস কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে পরবর্তী অলিম্পিক, অর্থাৎ এলএ ২০২৮-এ, প্রায় এক শতাব্দ পর আবার ফিরে আসছে ক্রিকেট। এই খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পৃথিবীর সব ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
১৯০০ সালের প্যারিস সামার অলিম্পিকে শেষবারের মতো দেখা গিয়েছিল ক্রিকেটকে। সেবার গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটি দু’দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল — যা পরবর্তীতে একটি অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচ হিসেবে স্বীকৃতি পায়। এরপর নানা প্রচেষ্টা সত্ত্বেও নানা কারণে ক্রিকেট আর ফিরতে পারেনি অলিম্পিকের মঞ্চে। তবে এবার সেই অপেক্ষার অবসান — নিজের প্রিয় দল ও খেলোয়াড়দের অলিম্পিকে খেলতে দেখার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর।
ইতিমধ্যেই সামনে এসেছে বিভিন্ন তথ্য - এলএ ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অনুষ্ঠিত হবে টি-২০ ফরম্যাটে, যেখানে পুরুষ ও মহিলা — দুই বিভাগেই ছয়টি করে দল প্রতিযোগিতা করবে। প্রতিটি বিভাগের জন্য মোট ৯০ জন করে অ্যাথলেট কোটার ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে প্রতিটি দল ১৫ জনের স্কোয়াড গঠন করতে পারবে।
গত বুধবার , ২০২৮ অলিম্পিক গেমসের ইভেন্ট প্রোগ্রাম ও অ্যাথলেট কোটার অনুমোদন দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) এক্সিকিউটিভ বোর্ড (EB)।
ক্রিকেট ছাড়াও রয়েছে আরও নতুন চারটি খেলা, যার মধ্যে রয়েছে বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রস (৬) এবং স্কোয়াশ।
উচ্ছ্বাস দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। ক্রিকেট জগতে ভারতের অনবদ্য অবদানের কারণে অলিম্পিক ২০২৮-এ পুরুষ ও মহিলা — উভয় দলকেই দেখা যাবে অংশ নিতে। এই প্রথমবার অলিম্পিক মঞ্চে ভারতের ক্রিকেট শক্তি দেখার সুযোগ পাবে গোটা বিশ্ব।
একটি মন্তব্য পোস্ট করুন