Top News

আবার বাড়ল গ্যাসের দাম : সিলিন্ডারে আরও ৫০ টাকা

আবার বাড়লো রান্নার গ্যাসের দাম । সোমবার, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেন যে উভয় উজ্জ্বলা এবং সাধারণ শ্রেণির গ্রাহকদের জন্য রান্নার গ্যাস বা এলপিজি গ্যাসের ( ১৪.২ কেজি ) দাম প্রতি সিলিন্ডারে বাড়লো ৫০ টাকা করে । 

অর্থাৎ , জেনারেল শ্রেণীর গ্ৰাহকদের ক্ষেত্রে দাম ৮০৩ থেকে বেড়ে হল ৮৫৩ এবং , উজ্জ্বলা প্রকল্পের উপভোক্তা দের জন্য দাম হল ৫৫৩ টাকা ‌। মাসের প্রথমেই এমন মূল্যবৃদ্ধি সংকটে ফেলেছে সাধারণ মানুষকে - মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের কাছে এ এক দুঃস্বপ্নই বটে ।

 যদিও সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ ডলার প্রতি ব্যারেলে নেমে এসেছে, তবুও জ্বালানির দাম (যেমন পেট্রোল ও ডিজেল) সঙ্গে সঙ্গে কমেনি। এর কারণ হলো তেল বিপণন সংস্থাগুলি আগে থেকেই তেল কিনে মজুত রাখে, এবং বর্তমানে যে তেল বিক্রি হচ্ছে তা প্রায় ৭৫ ডলার গড় দামে কেনা হয়েছে - সাংবাদিকদের একথাই জানান পুরী ।



এছাড়াও বলেন , একটি অবাধ বাজারব্যবস্থায় আন্তর্জাতিক দামের সাথে সামঞ্জস্য রেখে খুচরা বাজারের দাম সংশোধন হওয়া প্রত্যাশিত। ফলে, আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের ভিত্তিতে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর জন্য তেল বিপণন সংস্থাগুলি পদক্ষেপ নেবে ।

ইতিমধ্যে , আজ পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক প্রতি লিটারে ২ টাকা করে বাড়িয়েছে সরকার । তবে, এই মূল্যবৃদ্ধির বোঝা গ্রাহকদের উপর পড়বে ন একথাও জানানো হয়েছে , কারণ এই অতিরিক্ত খরচ তেল বিপণন সংস্থাগুলিই বহন করবে ।

ফলে আগামী দিনে জ্বালানির আন্তর্জাতিক বাজারে ওঠানামার উপর নির্ভর করেই দেশে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দামে আরও পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত, এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের মাসের খরচে বড়সড় প্রভাব ফেলবে বলেই আশঙ্কা করা হচ্ছে । 

Post a Comment

নবীনতর পূর্বতন