Top News

চেপকের মাটিতে পরাস্ত চেন্নাই

চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম এ দুরন্ত জয় পেল দিল্লি ক্যাপিটালস। শেষ বার ২০১০ সালে চেপকের মাটিতে পরাস্ত করেছিল দিল্লি। আজকের ম্যাচে কে ল রাহুল এর দূর্দান্ত ৭৭ রানের ইনিংস এবং অভিষেক পড়েল এর যোগ্য সংগতর জন্য স্কোর ১৮৩/৬ গিয়ে দাড়ালো ২০ ওভার এর পর। জবাবে চেন্নাই ১৫৮/৫ e আটকে পড়ে  নেপথ্যে দিল্লির দারুন বোলিংয়ের জন্য ।বিজয় শংকর (৬৯*)এবং ধোনি ( ৩০*) চেষ্টা করলেও হার রক্ষা করতে পারলনা। এই জয় দিল্লি কে আরো আত্মবিশ্বাস যোগাবে ধারাবিক ভাবে এগিয়ে যাওয়ার জন্য এবং চেন্নাই এর এবার ভাবার সময় চলে এসেছে 

Post a Comment

নবীনতর পূর্বতন