এক ধাক্কায় চাকরি চলে গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। সুপ্রিম কোর্টের রায়ের পর পথে বসেছে কয়েক হাজার পরিবার। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ দিয়ে চাকরি পাওয়ার তালিকা এত লম্বা যে আলাদা করা সম্ভব হয়নি যোগ্য ও অযোগ্যদের। রাজ্য স্কুল সার্ভিস কমিশন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোন জায়গাতেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা জমা না করায় পুরো প্যানেলটাই বাতিল করেছে সুপ্রিম কোর্ট।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় চাকরিহারাদের বলেছেন ধৈর্য্য ধরতে। জানিয়েছেন ৩ মাসের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মত নিয়োগ করবে রাজ্য সরকার। কিন্তু সেই নিয়োগ কারা এবং কিভাবে পাবেন তা স্পষ্ট নয়। সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন হাজার হাজার বেকার হয়ে যাওয়া শিক্ষক-শিক্ষাকর্মী।
এদিকে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এক বড় স্বস্তির খবর দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক চাকরি প্রার্থী তাদের চাকরি হারিয়েছেন। কিন্তু আগামী ৮-৯ মাস পরেই রাজ্যে গঠিত হবে বিজেপি সরকার। তারপর যাঁদের OMR টেম্পার হয়নি, এমন প্রায় ১৮ হাজার যোগ্য প্রার্থীকে চাকরি ফেরানোর ব্যবস্থা করা হবে।"
এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "জয়ী সরকারের তো দায়িত্ব থাকেই। আমরা ত্রিপুরা থেকেও দেখেছি কীভাবে বাম সরকারের দুর্নীতি সরিয়ে চাকরি বাঁচানোর চেষ্টা করা হয়েছে। এখানেও আমরা একইরকম পদক্ষেপ নেব।"
এই বক্তব্য নতুন করে আশার আলো দেখাচ্ছে রাজ্যের সেই সকল চাকরি প্রার্থীদের, যারা এতদিন ধরে আন্দোলনে অংশগ্রহণ করে এসেছেন এবং ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। OMR টেম্পার হওয়া প্রার্থীদের জন্য চাকরি ফেরানোর প্রতিশ্রুতি রাজনীতির নতুন মোড় এনে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
একটি মন্তব্য পোস্ট করুন