Top News

একটি নয় দুটি এসি লোকাল ট্রেন চালাবে শিয়ালদহ, জেনে নিন কোন কোন রুটে?

                   


শিয়ালদহ ডিভিশনে শীঘ্রই দুটি এসি ট্রেন চালানো হবে। তবে, এই পরিষেবা ঠিক কবে থেকে চালু করা হবে তা নিয়ে অবশ্য রেল কর্তৃপক্ষের তরফে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। দুটি এসি লোকাল ট্রেন তৈরি হয়েছে ইতিমধ্যেই এবং পরীক্ষার পর্যায়ে আছে। যেগুলি শিয়ালদহ ডিভিশনে চালানো হবে।

রেলের তরফে জানানো হয়েছে, মেট্রোয় যেমনটা হয়, সেরকমই হবে এসি লোকাল ট্রেনে ও। এসি লোকাল ট্রেনের দরজা বন্ধ থাকবে। যখন স্টেশনে ট্রেন দাঁড়াবে, শুধু সবসময়ই দরজা খুলবে। আবার ট্রেন ছাড়ার আগে দরজা বন্ধ করা হবে। আর এসি লোকাল ট্রেনের দরজা খোলা এবং বন্ধের পুরো বিষয়টি চালক এবং গার্ডের হাতে থাকবে। অর্থাৎ মুম্বইয়ের পথে এবার হাঁটতে চলেছে কলকাতা। ২০১৭ সালে মুম্বইয়ে প্রথম চালানো হয় এসি লোকাল ট্রেন। এবার পূর্ব রেল এসি লোকাল চালাতে আগ্রহী। রেলের শিয়ালদহ ডিভিশনও এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন