আজ " কোহলি ! কোহলি ! " ধ্বনিতে মেতে উঠলো আরও এক স্টেডিয়াম। রাজস্থানের সওয়াই মানসিং স্টেডিয়ামে আজ রাজস্থান রয়্যালস কে ৯ উইকেটে হারিয়ে জয় লাভ করলো এক দাপুটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সঙ্গে সঙ্গেই কিং কোহলির রাজমুকুটে যুক্ত হলো আরও এক উজ্জ্বল রত্ন। আইপিএলের এই সিজনেই মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে এক ম্যাচে, নতুন এক রেকর্ড করেছিলেন তিনি - প্রথম ভারতীয় হিসেবে ঘরে এনেছিলেন টি২০ তে ১৩,০০০ রান। আজ সেই গল্পেই যুক্ত হল আর এক নতুন অধ্যায় - আরসিবির জার্সি গায়ে আর এক ইতিহাস গড়লেন তিনি - একটি অনবদ্য ৬ মেরে , টি২০ ক্রিকেটে পূর্ণ করলেন তাঁর শততম হাফ সেঞ্চুরি ।
আরসিবি ফ্যানদের আজ আনন্দের শেষ নেই - একেই কোহলির নতুন রেকর্ড তার উপর এই দুর্দান্ত জয়। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বেঙ্গালুরু ক্যাপ্টেন রজত পাতিদার। রাজস্থান রয়্যালস যদিও প্রথম থেকেই ফর্মে ছিল - প্রথম ৬ ওভারে বোর্ডে ৮৫ রান তুলেছিল জয়সওয়াল - স্যামসনের যুগলবন্দি, তবে তীরে এসে তরী ডুবলো তাদের। মাত্র ১৫ রান করেই ফিরতে হয় আরআর ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে, তারপর একে একে পড়ে আরও ৩ টি উইকেট। ৭৫ রান করে টিমকে এগিয়ে দেন ওয়াই. জয়সওয়াল কিন্তু আরসিবির দাপুটে ব্যাটিং এর কাছে শেষমেশ হার মানতেই হয় গোলাপি জার্সিদের।
তবে আজকের ম্যাচে যার কথা না বললেই নয়, তিনি হলেন ফিল সল্ট। ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে আরসিবিকে জয়ের পথে এগিয়ে দেন তিনি আর সঙ্গে সঙ্গে জিতে নেন আজকের ম্যাচের সেরা খেলোয়াড়ের তকমা। কুমার কার্তিকেয়ের বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় সল্টকে। এরপর মাঠ কাঁপান অপরাজিত বিরাট কোহলি, আর সঙ্গে দেবদত্ত পড়িক্কল। তাঁদের অসাধারণ যুগলবন্দি জিত এনে দেয় আরসিবিকে আর সঙ্গে সঙ্গে সকল বেঙ্গালুরু ভক্তদের।
২০২৫ মরসুমের তৃতীয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ৩ নম্বরে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার কি অবশেষে ট্রফি আসবে আরসিবির ঘরে ? গতবারের ডাবলুপিএলে আরসিবির ঘরে প্রথম ট্রফি আনেন স্মৃতি মন্ধানারা , এবার কি পুরুষদের দলও পারবে তা করতে? সবটাই বলবে সময়।
একটি মন্তব্য পোস্ট করুন