Top News

চার হাজার কেজির অন্নকূট উৎসব পালন হয়ে গেল বড়মার মন্দিরে

  

"ধর্ম হোক যার যার বড় মা সবার ", জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে নৈহাটির বড় মা কালীকে নিয়ে রয়েছে আলাদা ভক্তি, উন্মাদনা। আজ বছরের প্রথম অমাবস্যায় তাই নৈহাটির বড় মা কালীর মন্দিরে অন্যকূট অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। চার হাজার কেজির ভোগ নিবেদন করা হয়েছিল বড় মা-কে। বড়মার ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জেলা থেকে শুরু করে রাজ্য দেশ এমনকি বিদেশেও। এবার তাই ৪০০০ কেজির পোলাও ভোগ দিয়ে নৈহাটির বড় মা-র অন্যকূট মহোৎসব পালিত হয়েছে। টানা বেশ কয়েকদিনের প্রচন্ড দাবদাহ কাটিয়ে জেলায় উৎসবের আগের রাতে স্বস্তির বৃষ্টি নামতেই, পারদ কিছুটা নিচে। আর তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন এই উৎসব উপলক্ষে। সকাল থেকেই রোদকে উপেক্ষা করে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল অরবিন্দ রোডে বড় মা কালীর মন্দিরের সামনে। কড়া পুলিশই নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে অন্নকূট অনুষ্ঠান উপলক্ষে। দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের উৎসর্গ করা অর্থেই হয় মা কে ভোগ নিবেদনের মাধ্যমেই  এদিনের অন্নকূট উৎসব পালিত হয়। উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছিল গোটা মন্দির চত্বর এলাকা। গরমের কথা মাথায় রেখে মন্দিরের সামনে সুবিশাল ছাউনি তৈরি করা হয়েছিল ভক্তদের জন্য। এছাড়াও রাখা হয়েছিল এয়ার কুলার পাখা থেকে শুরু করে ভক্তদের জন্য ওআরএস এর ব্যবস্থা। নিষ্ঠার সঙ্গে রীতি মেনে হয় করা হয় এই পুজো। বেলা ১১ টা থেকে দুটো পর্যন্ত চলে বিশেষ পুজো। মা-র সামনেই সাজিয়ে দেওয়া হয় চার হাজার কেজির পোলাও ভোগ। এর সঙ্গে থাকছে, আলুর দম, পাঁচ রকম ভাজা, চাটনি, পায়েস ও মিষ্টান্ন। পুজো শেষে হবে ভোগ বিতরণ। প্রায় লক্ষাধিক ভক্তসমাগম ঘটবে বলেই অনুমান মন্দির কমিটির। একে রবিবার অন্যদিকে অন্নকূট উৎসব ঘিরে তাই নৈহাটির বড়মার মন্দির চত্বরে যেন উৎসবের মেজাজ একটু অন্যরকম ছিল।

Post a Comment

নবীনতর পূর্বতন