Top News

CSK vs LSG : ধোনির ম্যাজিকে অবশেষে ঘুরে দাঁড়াল সিএসকে

২০২৫ আইপিএল মরসুমের শুরু থেকেই সময় ভালো যাচ্ছেনা চেন্নাই সুপার কিংস-এর — পরপর চারটি ম্যাচে  হেরে পয়েন্ট তালিকার একেবারে শেষে গিয়ে পৌঁছায় তারা। ৫ বারের আইপিএল জয়ী, এক সময়ের সেরা দলটির এমন পরিণতি দেখে অত্যন্ত হতাশ হন ভক্তেরা। তবে অবশেষে ঘরে এলো খুশির আভাস — আজ একানা ক্রিকেট স্টেডিয়ামে ঘরের মাঠেই লখনউ সুপার জায়ান্টস-কে ৫ উইকেটে হারালো চেন্নাই। 

ভারতীয়দের কাছে ধোনি শুধু একটা নাম নয়, বরং একটা ভালোবাসা, একটা আনন্দ, একটা স্বপ্ন। তাই আজ লখনউ-এর ঘরের মাঠও ভরে গেল হলুদ জার্সিতে। হেরে গিয়েও এলএসজি ভক্তরা যোগ দিলেন ধোনির জয়ের উৎসবে। তবে লড়াই ছিল হাড্ডাহাড্ডি — দুই দলই দাপটের সঙ্গে চেষ্টা চালিয়ে যায়।

প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬৬ রান তোলে এলএসজি। অধিনায়ক ঋষভ পন্থ ৪৯ বলে ৬৩ রান করে দলকে এগিয়ে দেন। এছাড়াও ছিলেন ওপেনার মিচেল মার্শ — ২৫ বলে তিনি ৩০ রান করেন। তবে আজ তাদের স্বপ্ন ভেঙে গেল এক দুর্দান্ত সিএসকে-র হাতে। 


টার্গেট তাড়া করতে নেমে শুরুটা বেশ শান্তভাবেই করে চেন্নাই। ১৯ বলে এক দুর্দান্ত ২৭ রান করে শুরুতেই দলকে এগিয়ে দেয় শাইক রশিদ। এছাড়াও অসাধারণ ফর্মে দেখা যায় রচিন রবীন্দ্র (৩৭) ও শিভম দুবেকে — ৩৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন তিনি। 

আর সঙ্গে থাকে ‘থালা’র ম্যাজিক - ১১ বলে ২৬ রান করে ঠান্ডা মাথায় দলকে জয় এনে দেন ধোনি, যাঁর উপস্থিতিই চেন্নাইয়ের জয়ের আশ্বাস । এভাবেই বারংবার প্রমাণ করেন যে — "থালা ফর এ রিজন" শুধু ক্যাচফ্রেজ নয়, একটা বাস্তবতা । 

 

Post a Comment

নবীনতর পূর্বতন