কেরিযারের নিরিখে গত কয়েক বছর বিশেষ ভাল যায়নি বলিউড অভিনেতা আমির খানের। "সিতারে জমিন পর" এর মাধ্যমে আমরা আমির খানকে আবার বড় পর্দায় দেখতে চলেছি। জনপ্রিয় ছবি "তারে জামিন পর" এর আদলে তৈরি হতে চলেছে "সিতারে জমিন পর" ছবিটি ।
আমরা এই ছবিটিতে কাদের দেখতে পাব এবং কবে এটি Release
হতে চলেছে ?
সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে এটির trailer কয়েক মাসের মধ্যে আসতে চলেছে । এই সিনেমাটিতে অভিনয় করতে চলেছে Aamir khan , Darsheel এবং Genelia Deshmukh লিড রোলেএ, এবং এটির ডিরেক্টর হলেন R.S.Prasanna।
ছবিটির বিষয় বস্তু:
"সিতারে জমিন পর" ছবিটি "তারে জামিন পর" এর আদলে তৈরি। "তারে জামিন পর" সিনেমাতে
আমরা dyslexia রোগের সম্পর্কে জানতে পেরেছিলাম এবং সেটি খুব জনপ্রিয় হয়েছিল ।
এখন সিতারে জমিন পর এর মাধ্যমে আমরা Down Syndrome নামক একটি রোগের সম্বন্ধে
জানতে পারবো। সিতারে জমিন পর এ আমির কে আমরা একটি কোচ হিসেবে দেখতে পারবো
জিনি specially abled বাচ্চাদের গাইড করছেন তাদের paralympics স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার
জন্য। আমরা এই ছবিতে আবার নতুন করে তারে জামিন পর এর মূল অভিনেতা
Darsheel Safary কেও দেখতে চলেছি । Genelia Deshmukh ও একটি বড় রোল প্লে করছেন।
"সিতারে জমিন পর" হতে চলেছে আমির খানের অন্যতম চলচ্চিত্র যা মানুষের হৃদয় নাড়া দেবে।
শুধু এটি একটি বিনোদন নয় এটি একটি স্পর্শ কাতর ছবি যা মানুষের মনকে ছুঁয়ে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন