Top News

সর্বাত্মক যুদ্ধ অনিবার্য, যুদ্ধবিরতি ভঙ্গ করে ফের জম্মু- কাশ্মীর সীমান্তে হামলা চালালো পাকিস্তান



 শনিবার বিকেল ৫ টায় যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক স্থানে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান । সেই সাথে ব্যাপক গুলি চালিয়েছে পাকিস্তান সেনা । এই খবর জানিয়েছেন, জম্মু- কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা । তিনি এক্স-এ লিখেছেন,’যুদ্ধবিরতির কী হল? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে!’ 


জানা গেছে,এদিন শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এরপরই ব্ল্যাকআউট করে দেওয়া হয় সেখানে। উধমপুরে একাধিক বিস্ফোরণের শব্দ মিলেছে সেকারণে কিছু অংশে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। আখনুর, রাজৌরি এবং আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে গুলিবর্ষণ করেছে পাক সেনা। জম্মুর পালানওয়ালা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবরও যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গিয়েছে। রাজস্থানের পোখরান এবং বারামুল্লায় একটি ড্রোন গুলি করে মাটিতে ফেলা হয়েছে। বারামুল্লাতেও ব্ল্যাকআউট জারি করা হয়েছে। রাজৌরিতেও সন্দেহজনক ড্রোনের গতিবিধিও লক্ষ্য করা গিয়েছে। জম্মুর সাম্বা জেলায় সাইরেন বাজানো হয়েছে।


বিষয়টি নিয়ে ভারতীয় সেনার তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে ।

Post a Comment

নবীনতর পূর্বতন