শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসব। বলিউড থেকে কানের লাল গালিচায় কারা হাঁটবেন, তা নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকে তুঙ্গে। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, এ বার লাল গালিচায় বিশেষ চমক দেবেন আলিয়া ভট্ট। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হয়। কান উৎসবের প্রথম দিনেই তাঁর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির জেরে সেই পরিকল্পনা বাতিল করেন অভিনেত্রী। যদিও তাঁর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, ১০ দিন ধরে চলবে কান উৎসব। পরের দিকে তিনি আসবেন কি না তা নিয়ে এখনও আলোচনা চলছে।
অবশেষে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্তে পৌঁছেছেন আলিয়া ও তাঁর সহকারী দল। জানা যাচ্ছে, কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন, অর্থাৎ ২৪ মে লাল গালিচায় হাঁটবেন আলিয়া। সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির একটি শক্তিশালী দৃশ্যে অভিনয় সেরেই ফ্রান্সের উদ্দেশে রওনা দেবেন অভিনেত্রী।
প্রাথমিক ভাবে পরিকল্পনা বাতিল করলেও শেষ পর্যন্ত তাঁকে দেখতে পাবেন অনুরাগীরা। আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, “সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া সিদ্ধান্ত বদল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে কান-এ যাওয়া সমীচীন নয় বলে মনে করছেন তিনি। তবে এখনও কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ও শান্ত হলে তাঁকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে। আলিয়ার সহকারী দল সেই দিকে নজর রাখছে। তবে এই মুহূর্তে তিনি না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন।”
উল্লেখ্য, ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আগামী দিনে দেখা যাবে আলিয়াকে। তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কপূর ও ভিকি কৌশলও।
একটি মন্তব্য পোস্ট করুন