Top News

পুরী ছাড়া অন্য কোথাও জগন্নাথ ধামের অস্তিত্ব নেই : সাফ জানালেন পুরী পীঠের শঙ্করাচার্য ; সমর্থন করলেন শুভেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুরের দিঘায় ‘জগন্নাথ ধাম কালচারাল সেন্টার’কে “জগন্নাথ ধাম” আখ্যা দেওয়া নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে । এনিয়ে টানাপোড়েন শুধু এরাজ্যের শাসকদল তৃণমূল ও বিরোধী দল। বিজেপির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরঞ্চ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সরকারের মধ্যেও টানাপোড়েন চলেছে । যেকারণে দিঘায়  “জগন্নাথ ধাম” সাইনবোর্ড একবার খুলে ফেলা হয়েছিল বলে দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যদিও ফের দিঘায় “জগন্নাথ ধাম” সাইনবোর্ড লাগানো হয়েছে বলে জানা গেছে ৷

এবারে ‘ধাম’ বিতর্কে মুখ খুললেন খোদ পুরীপীঠের শঙ্করাচার্য শ্রীমদ জগদ্গুরু নিসচালানন্দ সরস্বতী । তিনি ‘ স্পষ্ট ভাষায় এক্স-এ এনিয়ে লিখেছেন,’উৎকল প্রদেশে অবস্থিত শ্রী জগন্নাথপুরী হল শ্রী জগন্নাথ-ধাম।অন্য কোথাও এই ঐতিহাসিক সত্যের উদ্ভাবন সম্পূর্ণ অনুপযুক্ত।’ তাঁকে সমর্থন করেছেন শুভেন্দু । তিনি পুরীপীঠের শঙ্করাচার্যকে ট্যাগ করে লিখেছেন,’আমি পুরীর পীঠের শ্রদ্ধেয় স্বামী শ্রী নিশ্চলানন্দ সরস্বতী জি, শ্রী মজ্জগদ্গুরু-শঙ্করাচার্য জি-কে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই এবং তাঁর এই সম্মানিত বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। মহাপ্রভু শ্রী জগন্নাথ জির পবিত্র নিবাস অবশ্যই উৎকল রাজ্যে অবস্থিত।

প্রসঙ্গত,এর আগে অক্ষয় তৃতীয়ার দিন (৩০ এপ্রিল) দিঘায় ‘জগন্নাথ ধাম কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জগন্নাথ ধামের দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে পুরীর শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন(এসজেটিএ)। এই পদক্ষেপকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী । রবিবার নিজের এক্স হ্যান্ডলে এই খবর জানিয়ে শুভেন্দু লেখেন,দিঘা জগন্নাথ কালচারাল সেন্টার বিতর্কে অনৈতিকভাবে জড়িত থাকায় দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রের বিরুদ্ধে পদক্ষেপকে স্বাগত জানাই। পুরীর মহাপ্রভু শ্রী জগন্নাথ ধামের পবিত্র রীতি-নিয়ম পালনের বিষয়ে তিনিই সব জানান। পরে স্থানীয় প্রশাসন অপপ্রচার শুরু করে। দিঘা সাংস্কৃতিক কেন্দ্রকে পুরীর জগন্নাথ ধামের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ধর্মীয় ভাবাবেগে রামকৃষ্ণ দাস মহাপাত্র আঘাত করেছেন ।’ এরপর তিনি লেখেন,’এই দ্বৈতাপতিকে সাসপেন্ড করে কঠোর বার্তা দেওয়া হয়েছে। সনাতনী সম্প্রদায় এই সিদ্ধান্তে নিশ্চিতভাবে খুশি হবে।’

Post a Comment

নবীনতর পূর্বতন