Top News

পরম্পরার সাক্ষী। কলাপীয়ানস থিয়েটারের উদ্যোগে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা: একঝাঁক নাট্যব্যক্তিত্বের সমাগম

থিয়েটারকে ভালবাসুন - এই মূলমন্ত্রই হয়তো আপামর বাঙালি থিয়েটারপ্রেমীদের যুগপৎকাল যাবৎ একসূত্রে গেঁথে রেখেছে এক অমোঘ নিয়মে। আর মঞ্চের রঙিন আতিশয্যে প্রতিটি জীবন চরিত্রের কালদর্পন তুলে ধরতে পেরে প্রত্যেক নাট্যব্যক্তিত্ব প্রকৃত তৃপ্তি লাভ করেন। তেমনি এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় উপনীত হয়েছিলেন একঝাঁক স্বনামধন্য ব্যক্তিত্ব । নাট্যজগতের অন্যতম স্বরনীয় মুখ তথা সকলের প্রিয় " আচার্য্য দা" অর্থাৎ শ্রী সুমৌলিন্দ্র আচার্যর জন্মদিন পালনের উদ্যোগে কোলাপিয়ান থিয়েটার রবীন্দ্র ওকাকুরা ভবনে রবিবার সন্ধ্যায় ( ২৯/১২/২০২৪) অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান । তাঁর কর্মজীবনের সাথে সরাসরি জড়িত কিংবা তাঁর পরবর্তী প্রজন্ম চেনা - অচেনা নাট্য ব্যক্তিত্ব আলোকপাত করেন আচার্য্য দা " জীবনের জানা - অজানা বিভিন্ন ঘটনার দিকে ।
অনুষ্ঠানের শুরুতেই মঞ্চস্থ হয় রবিঠাকুরের গান , পরিবেশনায় ছিলেন গানঘর বিধাননগরের শিল্পীরা । এরপর প্রদীপ প্রজ্জ্বলন এবং অতিথিদের সংবর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন সুমৌলিন্দ্র নাথ আচার্য্যর সুযোগ্য পুত্র তথা কলাপিয়াস থিয়েটারের যুগ্ম সম্পাদক শ্রী অমিত আচার্য্য । তাঁর নির্দেশিত সময়োপযোগী নাটক " নীরবিন্দু" র সফল মঞ্চাভিনয়ের মধ্য দিয়েই পূর্ণতা পায় এই বিশেষ যজ্ঞশালা । এইদিন আনুষ্ঠানিক ভাবে মুক্তিলাভ করে কলাপীয়াস থিয়েটারের আগামী পূর্ণাঙ্গ নাটক শঙ্খকঙ্কন এর পোস্টার ।
অতিথিদের আসন আলোকিত করেছেন ডঃ পবিত্র সরকার , নাট্য ব্যক্তিত্ব শ্রী পরিমল মুখার্জী , ডঃ সন্ধ্যা দে, ডঃ হিমাংশু পাল , ডঃ সৌমিত্র মিত্র , শ্রীমতি বিজয়লক্ষী বর্মন , শ্রীমতি চৈতি ঘোষাল, শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রমুখ স্বনামধন্য প্রনম্য ব্যক্তিত্ববর্গ ।
ভাগ করে নিয়েছেন নিজ নিজ অভিজ্ঞতা । এই প্রসঙ্গে উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেছেন , " সুমৌলিন্দ্র নাথ আচার্য্য  , আচার্য্য দা নামে পরিচিত তার স্মরণে এই অনুষ্ঠান যেখানে আমার লেখা একটি নাটক , " শঙ্খকঙ্কন এর পোস্টার উদ্বোধন হয় " তিনি আরো বলেন , বিভিন্ন বিদগ্ধ মানুষের উপস্থিতি সত্যি প্রশংসনীয় , বলেছেন কাজের অনুবৃত্তি এবং পরম্পরার কথা " । চৈতি দি ( চৈতি ঘোষাল) এই প্রসঙ্গে তুলে ধরেছেন আরো বিশেষ অংশ ," অমিতের এবং কলাপীয়াস থিয়েটারের উদ্যোগে এই অনুষ্ঠান খুব ভালো হয়েছে । আমার মনে হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবাকে স্মরণ করা একরকম , কিন্তু বাবার অভিনয় , নাটকজগৎ এর নানা জানা - অজানা তথ্য তুলে ধরা , কথা বলা অন্যরকম " ।
বিজয়লক্ষী বর্মনের বর্ণনায় ," সুমৌলীন্দ্র নাথ আচার্য্য , নাট্য জগতে তিনি আচার্য্য দা নামেই বেশি পরিচিত, আগামী ২৯ ডিসেম্বর তার জন্মবার্ষিকী , সেই উদ্যোগে তাঁর সুযোগ্য পুত্র অমিত আচার্য্য আয়োজন করে এক বিশেষ অনুষ্ঠান। 
আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম তাঁকে। সেই সময় নান্দিকারে যারা ছিলেন বা যারা এখন নেই তাদের সকলকে নিয়ে যে বৃহৎ পরিসর ছিল , আচার্য দা তাদের মধ্যে অন্যতম । তিনি নাটক করতেন , আবৃত্তি করতেন। 
তাঁর সুযোগ্য পুত্র অমিত গানের মধ্য দিয়ে তার বাবার পরম্পরা ধরে রেখেছে ।"
অনুষ্ঠান প্রসঙ্গে অন্যতম উদ্যোক্তা তথা পুত্র অমিত আচার্য্য ভাগ করে নিয়েছেন তাঁর একান্ত অনুভূতি , 
"কলকাতা কোলাপীয়ানস আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে যেসকল গুনী ব্যক্তিত্ব তাদের আসন অনলনকৃত করেছেন , তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান বাবার( আচার্য্য দা )জন্মদিন উপলক্ষে , ছবিতে কোনো রকম মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন নয় , বাবার কাজের মধ্য দিয়ে স্মরণ করা ।
আমি বাবা ডাকটা হয়তো শুনতে পাইনা, তার সাহচর্য হয়তো পাইনা তবে আজও কোনো প্রশ্নাতীত পরিস্থিতিতে বাবার সাহারা পাই ।
আমাদের আগামী কাজগুলির মধ্য দিয়ে দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা । "

Post a Comment

নবীনতর পূর্বতন