Top News

দুরন্ত সাই গিল জুটি , প্লেঅফে জায়গা পাকা গুজরাটের

আজকের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটাল ২০ ওভারে ১৯৯ করে ৩ উইকেট হারায়। নেপথ্যে কে ল রাহুলের দুরন্ত ১১২ এর ইনিংস। যার মধ্যে ছিল ১৪টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি। শেষ দিকে অভিষেক পড়েল, ট্রিস্তান স্টাবস, আক্সার প্যাটেল এর যোগ্য সহযোগিতার জন্যে এই রানের পাহাড় করেছে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে সাই সুদর্শন এর ১০৮* এবং অধিনায়ক গিলের ৯৩* ১০ উইকেটে জয় এনে দিলো গুজরাটের। এর ফলে কোয়ালিফাই করে গেলো গুজরাট, বেঙ্গালুরু। আর ঠিক ততটাই কঠিন হয়ে গেলো দিল্লির প্লে অফ এর রাস্তা

Post a Comment

নবীনতর পূর্বতন