Top News

মিস ওয়র্ল্ড প্রতিযোগিতা ছেড়ে পালিয়ে গেলেন Miss England মিলা,

ভারতে আয়োজিত Miss World 2025 প্রতিযোগিতাকে ঘিরে বিতর্ক। কারণ প্রতিযোগিতা এবং ভারত ছেড়ে কার্যত পালিয়ে গেলেন Miss England 2024-এর বিজয়ী মিলা মগী। ৭৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রতিযোগী Miss World সৌন্দর্য প্রতিযোগিতা থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন। শুধু সৌন্দর্য প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোই নয়, একাধিক মারাত্মক অভিযোগ তুলেছেন মিলা। (Miss World 2025)

এবছর ভারতে Miss World 2025 সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন হয়েছে। ভারতের তেলঙ্গানার হায়দরাবাদে আসর থেকেই পরবর্তী বিশ্বসুন্দরীর নাম ঘোষণা করা হবে। কিন্তু মিলার পলায়নে সৌন্দর্য প্রতিযোগিতার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমে জানা যায়, স্বেচ্ছায় প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে গিয়েছেন মিলা। ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আয়োজক সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন মিলা। (Milla Magee)

মিলার দাবি, সৌন্দর্য প্রতিযোগিতার আড়ালে আসলে প্রতিযোগীদের শোষণ করা হয়। ২৪ বছর বয়সি মিলা জানিয়েছেন, ‘নিজেকে গণিকা বলে মনে হচ্ছিল আমার। বানরকে যেভাবে নাচানো হয়, সেভাবে পারফর্ম করানো হচ্ছিল। আমি কারও মনোরঞ্জনের বস্তু হতে আসিনি।’ মিলা জানিয়েছেন, ধনী পুরুষদের সামনে সুন্দরী মেয়েদের হাঁটানো হয়, যাতে টাকাপয়সার জোগান বাড়ে। সকাল থেকে রাত পর্যন্ত শুধু পোশাক পাল্টে পাল্টে ঘুরতে হয়। এমনকি প্রাতরাশও বাদ যায় না। ২৪ ঘণ্টা মেকআপ করে থাকতে বলা হয়।

মিলার বক্তব্য, “জোড়ায় জোড়ায় বেছে নেওয়া হয় আমাদের। প্রত্যেক টেবিলে ছ’জন করে পুরুষ বসে থাকেন। তাঁদের কাছে দু’জন করে মেয়েকে পাঠানো হয়, যাতে সারা সন্ধে ওঁদের মাঝে বসে, ওঁদের মনোরঞ্জন করতে পারি আমরা। ঘোর অন্যায় হচ্ছে বলে মনে হচ্ছিল আমার। বিবেকে বাধছিল।”

মিলা পেশায় Lifeguard. জলে ডুবে যাওয়া মানুষকে CPR দিয়ে প্রাণ ফেরানোর অভিজ্ঞতা রয়েছে। সৌন্দর্য প্রতিযোগিতার নিয়ম কানুনেও বদল আনতে সক্ষম হন মিলা। মিলার উদ্যোগেই Miss England প্রতিযোগিতায় বিকিনি রাউন্ড সরিয়ে CPR কুইন চ্যালেঞ্জ আনা হয়। অর্থাৎ সেরা বিকিনি সুন্দরী হওয়ার পরিবর্তে প্রাণ বাঁচাতে সক্ষম ‘CPR কুইন’ বেছে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় সেখানে।
মিলার সেই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ব্রিটেনের যুবরাজ, প্রিন্স উইলিয়ামও। কিন্তু Miss World প্রতিযোগিতায় যোগ দিতে ভারতে এসে হতাশ মিলা। তাঁর কথায়, “পরিবর্তন আনতে চেয়েছিলাম। কিন্তু তা যে সম্ভব নয়, বুঝতে পারলাম।” সৌন্দর্য প্রতিযোগিতর ধরন নিয়ে মিলার বক্তব্য, “পুরনো যুগে আটকে রয়েছি আমরা। মাথায় মুকুট পরা অর্থহীন। পরিবর্তন আনতে নিজের কণ্ঠস্বরই ভরসা। সবকিছু খুব হাস্যকর মনে হচ্ছিল। আমি মেকআপ করা বন্ধ করে দিই, স্বাভাবিক পোশাক পরতে শুরু করি। কিন্তু আমার ভাল লাগা, মন্দ লাগায় যায় আসেনি কারও।”

১৯৫১ সাল থেকে Miss World প্রতিযোগিতা চলে আসছে। এবছর ৭ মে থেকে ৩১ মে পর্যন্ত ভারত প্রতিযোগিতার আয়োজন করছে। বিভিন্ন দেশ থেকে ১০০-র বেশি মহিলা অংশ নিয়েছেন প্রতিযোগিতায়।

Post a Comment

নবীনতর পূর্বতন