Kolkata: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানা যায়। আবহাওয়া দপ্তর সুত্রে জানানো হয় আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত।
আগামী বৃহস্পরিবার থেকেই দক্ষিনবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে। ২৪ তারিখ থেকে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিনের বেশ কয়েকটি অঞ্চলে। আবার সেদিনই অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে আজ থেকে। আজ থেকে টানা চারদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও দুর্ভোগের আশঙ্কা রয়েছে।
মৌসম ভবনের তরফে বলা হয়েছে, বুধবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। ২৪ জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে।কাল বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে। বাড়বে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।
শুক্রবার মূলত মেঘলা থাকবে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা বাঁকুড়া,
পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে।
একটি মন্তব্য পোস্ট করুন