Top News

চূড়ান্ত বাণিজ্য চুক্তির কাছাকাছি ভারত ও যুক্তরাষ্ট্র



যুক্তরাষ্ট্র ও ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব সন্নিকটে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেকোন সময় চুক্তি স্বাক্ষর হতে পারে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে একটি চুক্তি করার বিষয়ে আমরা খুব কাছাকাছি রয়েছি। এই চুক্তির মাধ্যমে ভারত বাজার উন্মুক্ত করবে। 

নয়াদিল্লির তরফেও সাজ সাজ রব রয়েছে। ওয়াশিংটনে পৌঁছে গিয়েছে বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব এবং চিফ নেগোসিয়েটর রাজেশ আগরওয়ালের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

বছরের পর বছর ধরে ভারতের কৃষি খাতে আরও বৃহৎ পরিসর প্রবেশের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে খাদ্য নিরাপত্তা, মানুষের জীবিকা ও লক্ষ লক্ষ ক্ষুদ্র কৃষকের স্বার্থের কথা উল্লেখ করে নিজের কৃষি খাতের সুরক্ষা দিয়ে এসেছে দিল্লী। এরই মধ্যে সম্প্রতি ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিনত হয় যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্য পৌঁছায় ১৯০ বিলিয়ন ডলারে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প এই বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চান। সে লক্ষ্যে এরই  মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কমিয়েছে ভারত সরকার। এরপরও ভারতের সঙ্গে বাণিজ্য যুক্তরাষ্ট্রের ৪৫ বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে। এই ঘাটতও কমাতে চান ডোনাল্ড ট্রাম্প। 


Post a Comment

নবীনতর পূর্বতন