Top News

ডুরান্ড কাপ ২০২৫ এর শুভ উদ্বোধনে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ২৩শে জুলাই,২০২৫ রোজ বুধবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত দিয়ে। মাননীয়া মূখ্যমন্ত্রী ফুটবলে কিক মেরে ডুরান্ড কাপের সূচনা করলেন। এটি ছিলো ১৩৪তম ডুরান্ড কাপ। সেখানে রাজ্যের একঝাঁক মন্ত্রীও উপস্থিত ছিলেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,দমকলমন্ত্রী সুজিত বসু, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ছৌ নৃত্যশিল্পীরা। বাংলার বাউল সংগীতও দেখা যায় উদ্বোধনী অনুষ্ঠানে। 

আজকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে মাঠে নেমেছে ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড। প্রথম ম্যাচে ৫-০ এর বিশাল ব্যবধানে জিতলো অস্কোর ব্রুজোর টিম।

ম্যাচের ১২ মিনিটেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন চুননুঙ্গা। এরপর পেনাল্টি থেকে ২-০ করেন সাউল ক্রেসপো।  প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটের মধ্যেই আরও ৩টি গোল করেন ইস্টবেঙ্গল। বিপীন সিং,দিয়ামান্টাকোস এবং মহেশ গোল করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন