Top News

বাংলায় কী গেরুয়া শিবির আসতে পারবে? কী বলছে উত্তরপ্রদেশের গেরুয়া দলনেতারা




Kolkata: এখন দেশের প্রায় অনেক রাজ্যেই ক্ষমতায় আছে বিজেপি সরকার।  কিন্তু অনেক চেষ্টা করেও গত ২০২১  বিধানসভা নির্বাচনে  বাংলায় ক্ষমতায় আসতে পারেনি গেরুয়া শিবির। আগামী ২০২৬ শে  ফের বাংলায় বিধানসভা নির্বাচন। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়কে অরফে তৃণমূল সরকারকে  সরিয়ে ক্ষমতায় আসতে পারবে বিজেপি?

এই নিয়ে আশাবাদী হতে পারছে না উত্তরপ্রদেশের গেরুয়া শিবির। বাংলার বিজেপি নেতাদের উপর যে একেবারে ভরসা নেই এমন নয়। কিন্তু মমতা যেভাবে সারা বাংলায় আধিপত্য বিস্তার করেছেন, তাতে তাঁকে সরানো আদৌ সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয়ে উত্তরপ্রদেশের বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের রাজ্যে যেভাবে রাজনীতি চলে সেদিক থেকে বাংলায় পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। 

বারাণসীর এক গাড়ি চালক দীপক সিং, তিনি বাংলা প্রসঙ্গে বললেন, 'বাংলায় যাতে বিজেপি কোনওভাবেই ক্ষমতায় আসতে না পারে, তার জন্য সবরকমভাবে চেষ্টা করবে মমতা দিদি। বিজেপি-র কাজ অত্যন্ত কঠিন। 

 গিরিধারী শর্মাও খুব একটা আশাবাদী নন। তাঁর বক্তব্য, 'পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা মমতা দিদির সবচেয়ে বড় অস্ত্র। ওরাই মমতা দিদিকে ভোট দিয়ে জেতাবে। আমাদের এখানে পুলিশ সক্রিয়। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বাংলায় মুসলমানরাই পুলিশকে মারে। পুলিশ কিছু করতে পারে না।'


উত্তরপ্রদেশে ২০২৭ সালে পরবর্তী বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে যোগী আদিত্যনাথ  কি ক্ষমতা ধরে রাখতে পারবেন? এ বিষয়েও কিছুটা সংশয়ে উত্তরপ্রদেশের গেরুয়া শিবির। অনেকে বলেছেন তিনি ভালো কাজ করেছেন  সেই জন্য অনেক মানুষই তাকে পরের নির্বাচনে চাই।

Post a Comment

নবীনতর পূর্বতন