আইআইএম জোকা ক্যাম্পাসে এক তরুণী মনোবিদকে যৌন নিগ্রহ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পরমানন্দ মহাবীর টোপ্পান্নাবার ওরফে পরমানন্দ জৈনের একাধিক 'কীর্তি' প্রকাশ্যে এনেছে পুলিশ। অভিযোগ, কলেজে 'দাদাগিরি' ফলাতো পরমানন্দ, যখন তখন অন্য শিক্ষার্থীদের হুমকি দিত এবং হোস্টেলের রুমে মদ্যপান ও 'মোচ্ছব' করত।
পুলিশ সূত্রে খবর, এর আগেও একাধিক মহিলাকে সে ক্যাম্পাসে নিয়ে এসেছিল এবং নিরাপত্তারক্ষীদের হুমকি দিয়ে গেট রেজিস্টারে তাদের নাম তুলতে দিত না।
এমবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র পরমানন্দ কলেজের একটি কমিটির সদস্য হওয়ায় তার প্রভাব খাটাতো। বিভিন্ন 'কীর্তি'র কারণে আইআইএম জোকা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছিল, যার ফলে সে কলেজের নির্বাচনে দাঁড়াতে পারেনি। মহিলাদের সঙ্গে যোগাযোগের জন্য পরমানন্দ নিজের ভুয়ো 'জৈন' পদবি ব্যবহার করত বলে জানা গেছে। অত্যন্ত মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও (ম্যানেজমেন্ট প্রবেশিকায় ৯৯.৭৩ শতাংশ নম্বর এবং চারটি ভাষায় দক্ষতা) তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় সবাই স্তম্ভিত। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন