Top News

চলতি সিরিজে বুমরাহকে ছাপিয়ে গেছে বেন স্টোকস! খোঁচা প্রাক্তন ইংরেজ অধিনায়কের


প্রাক্তন ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভন মনে করেন জসপ্রীত বুমরাহকে এই টেস্ট সিরিজে ছাপিয়ে গেছেন ইংল্যান্ডের বর্তমান ক্যাপ্টেন বেন স্টোকস। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত পিছিয়ে রয়েছে ভারত ১-২ ফলে। ম্যাঞ্চেস্টারে নিশ্চিত হারা ম্যাচ টিম ইন্ডিয়া বাঁচিয়ে ফেলেছে গিল, জাদেজা, সুন্দর , রাহুলদের দুর্দান্ত ইনিংসে ভর করে।
তবে সিরিজে এখনও পর্যন্ত চর্চায় রয়েছেন দুই দলেরই দুই ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এবং বেন স্টোকস। আসলে দুই ক্রিকেটারেরই ফিটনেস নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে। অনেক সিরিজেই তাঁরা চোটের কারণে খেলতে পারেননি। সেই স্টোকস এবারের ভারত-ইংল্যান্ড সিরিজে নিয়েছেন ১৭ উইকেট, আর বুমরাহ এক ম্যাচ কম খেলে নিয়েছেন ১৪টি উইকেট।
এই পরিসংখ্যান দেখেই বুমরাহকে নিয়ে প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন বলছেন, ‘যেটা বুমরাহ করতে পারে, সেটা অন্য কেউ পারে না। আমার দেখা বুমরাহই সেরা সিম বোলার। কিন্তু এই সিরিজে স্টোকস ওকে ছাপিয়ে গেছে, বলা যায় সবার থেকে ভালো বোলিং করছে ও। কোন পিচে কিরকম বোলিং করতে হয়, সেটা স্টোকস ভালোই বুঝে নিয়েছে। শেষ দিনে লোকেশ রাহুলকে যেটা ম্যাঞ্চেস্টারে করল ’।  ভন তো একধাপ এগিয়েই স্টোকসের সঙ্গে ইয়ান বোথাম, অ্যান্ড্রিউ ফ্লিনটফদেরও তুলনা টেনে বসলেন। তিনি বলছেন, ‘অতীতে অনেক ক্রিকেটারের ওপর দল নির্ভর করত, যেমন ইয়ান বোথাম। আমার সময় ফ্লিন্টফও ছিল। কিন্তু চোট নিয়েও যেভাবে ব্যাটে বলে দলের প্রতি অবদান রেখে চলেছেন স্টোকস, এছাড়াও ক্যাপ্টেন্সি তো আছেন। তাতে আমার তো কারোর কথা মনে পড়ছে না, যে স্টোকসের থেকে বেশি কার্যকরি ছিল বলে ’।

Post a Comment

নবীনতর পূর্বতন