আজ মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ,সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ আরও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এসময় তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।
আজ বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলাকারী রক্ষাবাহিনির পাল্টা ধাওয়া চলে। সেখানে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলারক্ষাকরী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানেগ্যাস নিক্ষেপে আহত প্রায় ৪০জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এক শিক্ষার্থী জানান, আজ আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা ছিলো, কিন্তু গতকাল এত বড় একটা বিমান বিধস্ত হওয়ার ফলে এত বড় একটা বিপর্যয় হয়েছে। অনেক বন্ধুরা তাদের ছোট ভাই-বোনকে হারিয়ে ফেলেছে। আমরাও বন্ধু হারিয়েছি।সারা দেশ যেখানে ট্রমাটাইজড, সেখানে এত লাশের উপর দিয়ে কিভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে সোশ্যাল মিডিয়ায় বিষয়টা যখন উত্তাল, সারাদেশের প্রায় কলেজগুলোর বিবৃতিতে যখন জানালো হলো যে পরীক্ষা আমরা বাতিল করলাম, তখন রাত ৩ টার দিকে জানানো হয় যে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব দেখতে চাইনা। তাই তাদের পদত্যাগের দাবিতেই সচিবালয়ের সামনে এসেছি।
একটি মন্তব্য পোস্ট করুন