Top News

ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া দফতর, ডিজবে উত্তরবঙ্গও: আশঙ্কা আবহাওয়াবিদদের


Kolkata: আজ মঙ্গলবার থেকে সারা রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাল থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা আছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কিরকম বৃষ্টির সতর্কতা রয়েছে তা নিয়ে মূল বিষয় জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।    

রোজকার মতোই মঙ্গলবারও সকাল থেকে কখনও আস্তে, আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি চলছে। কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ। বাড়ি থেকে বেরোনোর সময়ই মুষলধারে নেমে পড়ছে বৃষ্টি। এমন দৃশ্য এখন নিয়মিত। আবহাওয়ার এই পরিবর্তনে নাজেহাল জনজীবন।

আলিপুর আবহাওয়া দফতর  সূত্রে খবর, একটি গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে। তার জেরেই সোমবার সকাল থেকে রাজ্যের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এই প্রবণতা আজ, মঙ্গলবারও বজায় থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের ছয় জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতা, হাওড়া এবং হুগলিতেও সারাদিন ধরে চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও প্রবল জোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি ছাড়াও আরও বেশ কিছু জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদদের অনুমান, দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত ৭০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এরই মধ্যে ডিভিসি -র তরফে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া শুরু হয়েছে। জল ঢুকছে দুর্গাপুর হয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির সঙ্গে যদি জল ছাড়ার মাত্রাও বাড়ে, তাহলে প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে, এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া দপ্তর। 

Post a Comment

নবীনতর পূর্বতন