৩০জুলাই, ২০২৫:
কাশ্মীর সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ প্রতিহত করতে ফের সাফল্য ভারতের। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার ডেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (LOC) বরাবর সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে দুই সশস্ত্র জঙ্গিকে খতম করা হয়েছে। এই অপারেশনটিকে সেনা কর্তৃপক্ষ 'অপারেশন শিবশক্তি' নামে অভিহিত করেছে। এই ঘটনার মাত্র কয়েকদিন আগে, পাহলগাঁও বিস্ফোরণে জড়িত তিন জঙ্গিকে একটি পৃথক অভিযানে খতম করে বাহিনী, যা ছিল 'অপারেশন মহাদেব'-এর অংশ। এরপর থেকেই সীমান্তবর্তী অঞ্চলে সতর্কতা বৃদ্ধি করা হয়।
পূর্বসূত্রে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ নজরদারিতে ডেগওয়ার সেক্টরে জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করা হয়। পরে সেনার টহলদল গুলি বিনিময়ের মাধ্যমে দুই সশস্ত্র অনুপ্রবেশকারীকে নিকেশ করে।
সেনা সূত্রে খবর, নিহতদের কাছ থেকে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও পাকিস্তান-উৎপাদিত সামগ্রী উদ্ধার করা হয়েছে। সেনা বিবৃতিতে জানানো হয়, এই অস্ত্রভাণ্ডার থেকে বোঝা যাচ্ছে অনুপ্রবেশকারীদের লক্ষ্য ছিল সুরক্ষিত স্থানে হামলা চালানো।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে জানিয়েছেন,
"সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করা হবে না। পাকিস্তান ঘাঁটি থেকে পরিচালিত এই জঙ্গিরা লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। সেনাবাহিনী তার যোগ্য জবাব দিচ্ছে।”
একটি মন্তব্য পোস্ট করুন