২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের কর্মসূচীকে কেন্দ্র করে শহরের যানজট নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট। সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত শহরের কোথাও যাতে কোন যানজট না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে লালবাজারকে। আদালতের সেই নির্দেশ অনুযায়ী কলকাতা পুলিশ শহরের যানজট নিরসনে কঠোর নিরাপত্তা জোরদান করেছে।
কলকাতা পুলিশ কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২১ জুলাই ভোর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি শহরের মধ্যে নিষিদ্ধ। ওই দিন শহরের গুরুত্বপূর্ণ অঞ্চলেও গাড়ি পার্কিং এর উপর রয়েছে নিষেধাজ্ঞা। পার্কিং করা যাবেনা ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন, হসপিটাল রোড,হেস্টিংস ক্রসিং,ক্যাসুরিনা এভিনিউতে।
যানজট ও নিরাপত্তার স্বার্থে সেদিন প্রায় ৫০০০ পুলিশকর্মী বহাল থাকবেন। সভাস্থল ঘিরে ১৪ টি জোন করা হয়েছে। দায়িত্বে থাকবেন আইপিএস পদমর্যাদার অফিসাররা। শহরজুড়ে থাকবে ৫০টি পুলিশি সহায়তা কেন্দ্র। মহাসমাবেশের মঞ্চের আশেপাশে লাগানো হয়েছে ৪০টি সিসিটিভি ক্যামেরা।
কোন আকস্মিক দূর্ঘটনা এড়াতে সভাস্থলে ৬টি কুইক রেসপন্স টিম থাকবে এবং ১৮টি অ্যাম্বুলেন্স থাকবে সেখানে।
২১জুলাইয়ের মহাসমাবেশে লাখো লাখো জনতাকে নিরাপত্তা দিতেই এসকল ব্যবস্থা নিয়েছেন কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছেন, সর্বক্ষণ নজরদারি করবেন ড্রোনের সাহায্যে।
একটি মন্তব্য পোস্ট করুন