![]() |
নিউটাউন,কলকাতা |
নিম্নচাপের কারণে সেই সোমবার ভোররাত থেকেই অবিরাম বৃষ্টি চলছে। সকালেও বৃষ্টির বিরাম নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন ঘন্টায় বজ্র-বিদ্যুৎসহ ও ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য কলকাতাসহ দক্ষিণের সকল জেলায় সতর্কতা জারি করা হয়েছে।ঝাড়গ্রাম,পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।সেই সঙ্গে সব জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে।
এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন পেশাজীবি থেকে সাধারণ মানুষ সকলেই। সহজে তাঁরা তাদের কর্মস্থল বা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেনা। তবুও এই বৃষ্টিকে উপেক্ষা করে পেশাজীবিরা বের হয়েছেন কর্মস্থলে পৌঁছাতে। আর বেশ কয়েকজায়গায় জলও জমে গিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন