Top News

আর জি কর কাণ্ডের বর্ষপূর্তিতে জুনিয়র ডাক্তারদের রাত জাগা ও মশাল মিছিল

 


আর জি কর কাণ্ডের এক বছর পূর্তিতে আগামী ৮ আগস্ট রাত জাগা এবং মশাল মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। গত বছর ৮ আগস্ট আর জি কর হাসপাতালে এক মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল, যা গোটা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করে।

এই ঘটনার বর্ষপূর্তিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে শ্যামবাজারে রাত ১২টায় জমায়েত হয়ে সেখান থেকে কলেজ স্কয়ার পর্যন্ত মশাল মিছিল করা হবে।

এই প্রেক্ষাপটে, West Bengal Junior Doctors' Front (WBJDF) আজ এক প্রেস কনফারেন্সে দু’টি কর্মসূচি ঘোষণা করেছে:*

🔹 *৮ই আগস্ট* – রাত ১০টা থেকে কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল। এরপর সকাল ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।
🔹 *৯ই আগস্ট* – বিকেল ৫:৩০টা থেকে আর.জি. কর হাসপাতাল চত্বরে প্রতিবাদ জমায়েত।

ন্যায় না পাওয়া পর্যন্ত লড়াই চলবেই।
*অভয়ার ন্যায় বিচার চাই, এখনই চাই।*

জুনিয়র ডাক্তাররা সমাজের সকল স্তরের মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও, ৯ আগস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকা নবান্ন অভিযানে তাঁরা অংশ নেবেন না বলে জানিয়েছেন। তাঁদের মতে, এটি একটি রাজনৈতিক কর্মসূচি এবং এই কাণ্ডে সিবিআইয়ের গাফিলতিও কম নয়। জুনিয়র ডাক্তাররা নিজেদের মতো করে প্রতিবাদ চালিয়ে যাবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন