Top News

তিন দিনের এই বইয়ের হাটের কথা জানেন কি?


 বাঙালিদের মধ্যে বই প্রেমী অনেকেই। বইমেলা হোক বা বইপাড়া, সাহিত্যানুরাগী মানুষের ঢল সব জায়গাতেই লেগে থাকে অমলিন হয়ে। কিন্তু জানেন কি, এই তিনদিনের পুরোনো বইয়ের হাটের কথা?


হ্যাঁ। বছরে শুধুমাত্র তিনদিন। বইপ্রেমীদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা পুরোনো বই ভালোবাসেন। বইয়ের হলদেটে রং, সেলাই খুলে আলগা হয়ে যাওয়া পাতার গন্ধ আকর্ষণ করে অনেককেই। তাঁদেরই প্রাণকেন্দ্র হয়ে ওঠে প্রতি বছর এই তিনটি দিন। না, কোনও উন্মুক্ত ময়দানে নয় অথবা নামীদামি বুক শপেও নয়। এই হাট বসে বইপাড়াতেই! কলেজ স্ট্রিটে ফুটপাথের ওপরেই সার দিয়ে বসে থাকেন বই বিক্রেতারা। ইংরেজি, বাংলা ও নানা ধরনের বইয়ের খোঁজে ২৬ জানুয়ারি, ১ মে ও ১৫ আগস্ট ছুটে আসেন বইপ্রেমীরা। ছুটির দিনে বইয়ের এই বিপুল সাম্রাজ্যের মধ্যে নির্বিঘ্নে সময় কাটান অনেকেই।

Post a Comment

নবীনতর পূর্বতন