Kolkata: কিছু শারীরিক অসুস্থতার কারণে আচমকাই দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। তিন বছর দায়িত্ব পালনের পর নিজেকে সরিয়ে নিলেন তিনি । এবার তাঁর উত্তরসূরি কে হন সেটাই দেখার। ধনখড়ের পদত্যাগের পরেই দেশের ১৫তম উপরাষ্ট্রপতি কে হন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও এখনও এই বিষয়ে জল্পনা ছাড়া তেমন কোনও সূত্র পাওয়া যায় নি।
২০২২ সালের ১১ অগাস্ট দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন ধনখড়।এর আগে তিনি রাজ্যপালের পদও সামলিয়েছিলেন। তিন বছর দায়িত্ব পালন করার পর শারীরিক অসুস্থতার কারণেই সরলেন ৭৪ বছরের ধনখড়। আরও দু বছর তাঁর উপরাষ্ট্রপতি হিসেবে মেয়াদ ছিল তার । ২০২২ সালে উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড় ৫২৮-১৬২ ভোটে বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা-কে হারিয়েছিলেন।
এখনও পর্যন্ত দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদে যে কটি নাম ভাসছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ শর্মা। জল্পনায় রয়েছে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের নামও। লোকসভার অধ্যক্ষ ওমা বিড়লা থেকে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নামও উঠছে। তবে গত কয়েক বছরে এমন ধরনের ক্ষেত্রে বারবারই চমক দেয় মোদী সরকার। তবে এখনও অব্দি সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
পদত্যাগের আগে রাষ্ট্রপতি দ্পদ্রৌপ মুর্মুর কাছে ইস্তফা পত্র পেশ করেন উপরাষ্ট্রপতি ধনখড়।
লোকসভায় বিজেপির শক্তি আগের থেকে অনেকটা কমলেও উপরাষ্ট্রপতি পদে ভোটাভুটি হলে এনডিএ প্রার্থীর জিততে অসুবিধা হবে না। উপরাষ্ট্রপতি পদে মোট ৭৮৮টি ভোটের মধ্যে এনডিএ-র পক্ষে ৪০০টিরও বেশি ভোট আছে।
তবে কে কোন দলের হয়ে আসনে বসবেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। তবে নির্বাচনের আগে এই বিষয়ে কোনও তথ্য পাওয়া সম্ভব না।
একটি মন্তব্য পোস্ট করুন