Top News

দীঘার জগন্নাথ ধামে ভক্তদের ঢল

আজ মাসির বাড়ি থেকে ফিরছেন জগন্নাথ,বলরাম ও সুভদ্রা । দীঘার জগন্নাথধামে উল্টো রথযাত্রার উৎসবে ভিড় জমিয়েছেন ভক্তবৃন্দরা।

আজ শনিবার বেলা চারটার দিকে মাসিবাড়ির মন্দিরের প্রবেশদ্বার থেকে জগন্নাথধামের উদ্দেশ্য রথ টানা হবে।

উল্টোরথের দিন মাসির বাড়িতে ১০ হাজার মানুষকে ভোগ খাওয়ানো হবে বলে জানিয়েছেন মাসির বাড়ি মন্দির কমিটির সভাপতি সুশীল প্রধান। মাসিবাড়িতে কিছুক্ষণ আগেই অর্থাৎ বেলা সাড়ে এগারোটার দিকে ৫৬ভাগের ভোগ নিবেদন করা হয়েছে। 

রথযাত্রার দিন যেমন দীঘায়  প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিলো তেমনি উল্টো রথজুড়েও সেখানে দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও দমকল ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও প্রস্তুত করে রাখা হয়েছে যে কোন আকস্মিক ঘটনা মোকাবিলা করতে। 

উইকেন্ডে স্বাভাবিক ভাবেই ভিড় বেশি হবে বলেই মনে করছে পুলিশ, প্রশাসন। সব মিলিয়ে উল্টোরথেও উন্মাদনায় ভাসছে সৈকত নগরী দীঘা। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে রাস্তার দু’পাশ।

Post a Comment

নবীনতর পূর্বতন