Top News

tmc leader harassment: TMC দাপুটে নেত্রীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার কে? জানলে চমকে যাবেন!


 কসবা কান্ডে উত্তাল রাজপথ এর মাঝেই তৃণমূলের এক নেত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগে পুলিশ এক ভিলেজ পুলিশ সহ ২ জনকে গ্রেফতার করল। একইসঙ্গে এই ঘটনায় জুলুমবাজি ও হুমকি দিয়ে অভিযোগ তোলার অভিযোগে পুলিশ আরও ২ জনকে গ্রেফতার করেছে। অথাৎ এই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, ঘটনায় ভিলেজ পুলিশকে কর্মচ্যুত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অমিত পাল, ভোলা হাতজি, ভঞ্জন দাস ও জয় পাল। এর মধ্যে চাপড়ার ভিলেজ পুলিশ অমিত পাল সহ দুজনের বিরুদ্ধে শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে । বাকি ২ জনের বিরুদ্ধে জুলুমবাজি ও হুমকি দিয়ে অভিযোগ তোলার অভিযোগ রয়েছে।

চাপড়ার এক তৃণমূল নেত্রী রানাবনধ এলাকায় বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি খ্রিস্টান পাড়ায় যাচ্ছিলেন।পাড়ার মোড়ে আসতেই ভিলেজ পুলিশ অমিত পাল মদ্যপ অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে নেত্রীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। একইসঙ্গে অমিতের সঙ্গী ভোলার বিরুদ্ধেও একই অভিযোগ। রাতে ওই শাসক দলের নেত্রী কোনওমতে দৌড়ে বাড়িতে ঢুকে যায়। সেখান থেকে তিনি পুলিশকে ফোন করে বিষয়টি জানান।

পরের দিন থানায় আসেন ওই তৃণমূল নেত্রী। গোটা ঘটনা থানায় জানানোর পর রাতে ওই এলাকার ভঞ্জন দাস ও জয় পাল সহ বেশ কয়েকজন ওই তৃণমূল নেত্রীর বাড়ি গিয়ে হুমকি দেয়। একইসঙ্গে অভিযোগ প্রত্যাহার করা নিয়ে হুমকি দেয়। তারপর মঙ্গলবার রাতে পুলিশ ভিলেজ পুলিশ অমিত পালকে গ্রেফতার করে। রাতেই একে একে গ্রেফতার হয় ভোলা হাতজি, ভঞ্জন দাস ও জয় পালকেও। বুধবার তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন