Top News

দশ বছরের অপেক্ষার অবসান, ফিরল বাহুবলী!

 অবশেষে শেষ হল অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষা। প্রায় দশ বছর পর আবারও মহাকাব্যিক রূপে বড়পর্দায় ফিরছেন প্রভাস। প্রকাশ্যে এসেছে এস. এস. রাজামৌলীর বহু প্রতীক্ষিত ছবি ‘বাহুবলী: দ্য এপিক’-এর প্রথম ঝলক, আর তাতেই উত্তেজনায় ফেটে পড়েছেন দর্শকরা।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। এবার একেবারে নতুন আঙ্গিকে বড়পর্দায় আসতে চলেছে তৃতীয় অধ্যায়, তবে আগের দুই ছবির সঙ্গে থাকবে গল্পের নিবিড় যোগসূত্র। জানা গিয়েছে, এইবার ছবির দৈর্ঘ্য আগের মতো ছ’ঘণ্টার হবে না।

মঙ্গলবার ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনেন নির্মাতারা। সেখানে দেখা গিয়েছে বাহুবলী ১ ও ২-এর বহু স্মরণীয় দৃশ্যের ঝলকানি। আবারও প্রভাসকে রাজা বাহুবলীর পোশাকে দেখে ভক্তরা উচ্ছ্বসিত। অনেকেরই অনুমান, মুক্তির পর ছবিটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে।

কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “পুরনো দু’টি ছবি ফের মুক্তি দেওয়ার দরকার নেই, কারণ রাজা বাহুবলী এবার নিজেই ফিরছে।” আরেক অনুরাগীর মন্তব্য, “এ ছবির আয় যে সহজেই ২০০ কোটির গণ্ডি ছাড়াবে, তা বলাই যায়।”

প্রসঙ্গত, বাহুবলী: দ্য বিগিনিং বিশ্বজুড়ে ব্যবসা করেছিল প্রায় ৬৫০ কোটি টাকা, আর বাহুবলী: দ্য কনক্লুশন বক্স অফিসে ঝড় তুলে সংগ্রহ করেছিল রেকর্ড গড়া ১৭৮৮ কোটি টাকা। তাই নতুন অধ্যায়ের জন্য দর্শকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে।


Post a Comment

নবীনতর পূর্বতন