কয়েক ঘন্টার ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কোলকাতার বহু রাস্তা। সন্ধের পর ঝঞ্ঝাট পোহাতে হয় জনসাধারণকে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ীই, দুপুরের পর ভারী বৃষ্টিপাত হয় কোলকাতায়। কোনও কোনও জায়গায় বৃষ্টি চলে বিকেলেও। ফলত জলমগ্ন হয়ে পড়ে কোলকাতার একাংশ। দুর্ভোগ পোহাতে হয় অফিস ফেরত যাত্রীদের। কোনও কোনও রাস্তায় দু ঘন্টার ওপর যানজটে আটকে পড়েন বহু মানুষ। একাধিক জায়গায় ট্র্যাফিক ব্যাহত হয়।
এইদিন কোলকাতার কোনও কোনও জায়গায় দুপুর ১টা থেকে শুরু করে বেলা ৩টে অবধি ভালো বৃষ্টিপাত হয়েছে একনাগাড়ে। সন্ধে পর্যন্ত শহরের কোথায় কতোটা বৃষ্টি হয়, তার তালিকা দেওয়া হলো:
তপসিয়া: ৯০ মিলিমিটার
বালিগঞ্জ: ১০৭ মিলিমিটার
চেতলা: ৭০ মিলিমিটার
যোধপুর পার্ক: ১১২ মিলিমিটার
কালীঘাট: ৬৬ মিলিমিটার
কামডহরি: ৭৫ মিলিমিটার
সিপিটি ক্যানাল: ৫৫ মিলিমিটার
জিঞ্জিরা বাজার: ৪৮ মিলিমিটার
চিংড়িহাটা: ৫৬ মিলিমিটার
একটি মন্তব্য পোস্ট করুন