ভিনরাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার যেন থামছে না। এবার পুণেতে বাঙালি শ্রমিকের রহস্যজনক মৃত্যু।
মৃতের নাম দীপু দাস। মহারাস্ট্রে শ্রমিকের কাজ করতেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার এই যুবক। আচমকাই তাঁর মৃত্যু ঘটে। পরিবারের তরফে অভিযোগ, এই মৃত্যু একেবারেই স্বাভাবিক নয়। দেহ শনাক্ত করতে পুণেতে পৌঁছোলো তিনজনের একটি দল। দলে রয়েছেন জলপাইগুড়ির 'ভোরের আলো' থানার অ্যাসিসট্যান্ট সাবইন্সপেক্টর। এই ঘটনার পর তৃণমূলের তরফ থেকে টুইট করে এটিকে 'টার্গেটেড এলিমিনেশন' তকমা দেওয়া হয়েছে। অন্যদিকে এই অভিযোগ মানতে নারাজ বঙ্গ বিজেপির নেতৃবৃন্দ।
কয়েকদিন আগেই মহারাষ্ট্রের ভাসি এলাকায় খুন হন বাদুড়িয়ার এক যুবক। নৃশংসভাবে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছিলো তাঁকে। বারবার প্রমাণিত হচ্ছে অন্য রাজ্যে বাঙালিদের টিকে থাকা কতোটা অসহনীয় হয়ে উঠছে ক্রমশ।
একটি মন্তব্য পোস্ট করুন