ডুরান্ড কাপ থেকে বিদায় নিল মোহনবাগান
বিগত কয়েক বছরের পরিসংখ্যান বলছিল, কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের ভাগ্যে সাফল্য খুব কম এসেছে। ISL আর ডুরান্ড মিলিয়ে লাল-হলুদরা শেষবার জয় পেয়েছিল ২০২৩ সালে। অবশেষে ২০২৫-এ ফের কামব্যাক করল ইস্টবেঙ্গল। নতুন দল, নতুন লড়াই—আর তার ফলেই বাজিমাত। ম্যাচ শুরুর আগেই রশিদ দল ছেড়েছিলেন। প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন হামিদ আহদাদ। কিন্তু দুই বিদেশিকে ছাড়াই দাপট দেখাল ইস্টবেঙ্গল। দিয়ামান্তাকোসের জোড়া গোলেই জয় পেয়ে সেমিফাইনালে উঠল লাল-হলুদ। অনিরুধ থাপা একটি গোল শোধ করলেও তা যথেষ্ট হয়নি। অন্যদিকে এই হারের ফলে ডুরান্ড কাপের দৌড় শেষ হল মোহনবাগানের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে ইস্টবেঙ্গল। মাত্র তিন মিনিটে গোল করার সুযোগ পান হামিদ আহদাদ। কিন্তু বিশাল কাইথ তা সামলে দেন। এরপর থাপার কড়া মার্কিংয়ে কার্যত বোতলবন্দি হয়ে যান আহদাদ ও মিগুয়েল। ১৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আহদাদ, ফলে কিছুটা থেমে যায় ইস্টবেঙ্গলের আক্রমণ।
একাধিক আক্রমণে ধৈর্য হারাচ্ছিল মোহনবাগান ডিফেন্স। ৩৬ মিনিটে বক্সে বিপিন সিংকে ফাউল করেন আশিস রাই। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ৩৮ মিনিটে স্পট কিক থেকে গোল করেন দিয়ামান্তাকোস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আপুইয়ার দূরপাল্লার শট বাইরে চলে গেলে বাগানের একমাত্র সুযোগ হাতছাড়া হয়। প্রথমার্ধে যেখানে মোহনবাগানের মাত্র একটি শট ছিল, সেখানে ইস্টবেঙ্গলের শট সংখ্যা ছিল পাঁচ।
দ্বিতীয়ার্ধে মাঠে নামতেই আক্রমণের ধার বাড়ায় মোহনবাগান। জেসন কামিন্স নামার পর একাধিক সুযোগ তৈরি হয়। ৪৭ মিনিটে সাহল আব্দুল সামাদের পায়ে বড় সুযোগ এলেও তিনি দেরি করে ফেলেন।
কিন্তু ৫২ মিনিটে হঠাৎই বাজিমাত করে ইস্টবেঙ্গল। মহেশের বাড়ানো বল ডান দিক থেকে জোরে শট নিয়ে গোলে পাঠান দিয়ামান্তাকোস। বিশাল কাইথ হাত বাড়ালেও আটকাতে পারেননি।
৫৭ মিনিটে দুর্দান্ত সেভ করেন কেবিন সিলিয়ে। লিস্টন কোলাসোর ফ্রি কিক তিনি গোললাইনে প্রতিহত করেন। তবে ৬৭ মিনিটে গোল শোধ করে মোহনবাগান। কোলাসোর কর্নার থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে শট নেন অনিরুধ থাপা। তার শক্তিশালী শট সরাসরি ডিফেন্স টপকে জড়িয়ে যায় জালে।
শেষ দিকে দুই দলই আরও কিছু সুযোগ পেলেও গোল হয়নি। দিয়ামান্তাকোসের শটও বাইরে চলে যায়। শেষ মুহূর্তে বাগানের ফুটবলাররা—লিস্টন, সাহল—দু’জনেই ক্লান্ত হয়ে বারবার দাঁড়িয়ে পড়ছিলেন। সেটাই বাধা হয়ে দাঁড়ায় সবুজ-মেরুনের কামব্যাকে।
ডার্বি জিতে সেমিফাইনালে উঠল ইস্টবেঙ্গল। ২০ অগস্ট লাল-হলুদের প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি।
একটি মন্তব্য পোস্ট করুন