Top News

বিচারপতি ছাড়লেন আরজিকর মামলা!

 আরজিকর কাণ্ডের একটি মামলা ছেড়ে দিলেন বিচাপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এই কথা স্পষ্ট করেন বিচারপতি।


কেটে গেছে এক বছরেরও বেশি সময়। এখনও আরজিকরের তরুণী চিকিৎস ধর্ষণ ও খুনের প্রকৃত বিচার মেলেনি বলেই দাবি মৃতার বাবা মায়ের। সিবিআই তদন্তের ওপর কার্যত অসন্তুষ্ট হয়েই আবার আদালতের দারস্থ হন তাঁরা। কোলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এতোদিন শুনানি চলছিলো এই মামলার। গতকাল বিচারপতি এই মামলা থেকে সরে গিয়ে বলেন, "এই মুহূর্তে এই মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। " এই কারণই সরে গিয়েছেন তিনি।


পাশাপাশি গতকাল ছিলো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আরজিকর প্রসঙ্গ উঠেছে সেই মঞ্চেও। খোলাখুলি সিবিআই ও কেন্দ্রকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


Post a Comment

নবীনতর পূর্বতন