Top News

বন্ধ সিকিমের "লাইফ লাইন", জাতীয় সড়ক ১০

আজ ভোরে সেবক করোনেশন ব্রিজের কাছে রাস্তার একটি বড় অংশের উপর ধস নামে। ফলে ওই সড়কে যান চলাচল আপাতত সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয়েছে। সিকিমে যাওয়ার অন্যতম প্রধান রাস্তা জাতীয় সড়ক ১০ আপাতত বন্ধ।   একটি বড় আকারের পাথর রাস্তায় পড়ায়, তাতে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। পাহাড়ে শুক্রবার থেকে হালকা ও মাঝে মাঝে ভারী বৃষ্টির ফলে ধস হয়েছে বলে মনে করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে জাতীয় সড়কের অন্য জায়গাতেও ক্ষতি হয়েছে, তবে আপাতত ধস না সরানো পর্যন্ত তা বোঝা যাছে নাহ।  ১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সিকিমে পৌঁছোনোর প্রধানতম রাস্তা। ফলে এই সড়ককে সিকিমের ‘লাইফলাইন’ বলা হয়ে থাকে। ফলে এই সড়ক বন্ধ থাকায় অনেকেই দুর্ভোগে পড়বেন।  লাভা ও গরুবাথান থেকে যান চলাচলের পরামর্শ দিয়েছেন প্রশাসন। সে ক্ষেত্রে খানিক ঘুরপথে এবং অতিরিক্ত সময় ব্যয় করে গন্তব্যে পৌঁছোতে হবে গাড়িচালকদের।

                                           


টানা বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাতের ফলে মাঝে বেশ কিছু বার জাতীয় সড়ক ১০ বন্ধ করে দেওয়া হয়েছিল।কয়েক দিন আগেই শ্বেতীঝোড়ার কাছে রাস্তার ভাঙা অংশ তলিয়ে গিয়েছিল পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদীর গর্ভে। অন্য দিকে, রাস্তার বিভিন্ন অংশে ফাটল দেখা যায়। পাথর সরিয়ে এবং ধস মেরামত করে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখার চেষ্টা করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিছু দিন বন্ধ থাকার পর ১৫ অগস্ট সন্ধ্যার পর ওই সড়কে ধরে ফের যান চলাচল শুরু হয়। ধস নামায় এ বার সেই ১০ নম্বর সড়ক আবার বন্ধ হয়ে গেল। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় সিকিমে খাদ্য, ওষুধ এবং জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। সিকিমের ব্যবসায়ী সংগঠনগুলি জানিয়েছে, যদি দ্রুত রাস্তা চালু না হয়, তাহলে আগামী কয়েক দিনের মধ্যেই খাদ্যসামগ্রী এবং পেট্রোল–ডিজেলের সঙ্কট তীব্র আকার নিতে পারে। সেনা বাহিনীর রসদ সরবরাহেও সমস্যার সম্ভাবনা তৈরি হয়েছে।

জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন দপ্তর, সীমান্ত সড়ক সংস্থা এবং রাজ্য প্রশাসন যৌথভাবে রাস্তা পরিষ্কার ও সেতু মেরামতির কাজ করছে। তবে বৃষ্টিপাত বন্ধ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ মেরামতি সম্ভব নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে ভ্রমণ না করার এবং বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন