বিদিশা রায়,কলকাতা,১১ ই আগস্ট, ২০২৫- টিকিটের দাম ১২০ টাকা।গন্তব্য রানাঘাট থেকে শিয়ালদহ।এবং মাসিক ভাড়া ২,২০০ টাকা। প্রতিদিন সকাল ৮ টা ২৯ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে এই ট্রেন। আবার ফিরতি ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
তবে এই ট্রেনে চড়তে এখনও অনেকের অনীহা। কারণ অনেকেই ভালোবাসে সেই পুরোনোকে জড়িয়ে বাঁচতে। তাই তাদের এইরূপ অনীহা। কেউ দরজায় ঝুলে যেতে পারবেন না আবার কারুর নিত্যদিনের বন্ধুর সাথে দেখা হবে না বলে ট্রেনের প্রতি অনীহা। আবার অনেকে বলছেন এই ট্রেনের ভাড়া বড্ড বেশি।
তবে অনেকেই বলছেন এই ট্রেন আসায় নাকি তাদের জন্য খুবই উপকার হয়েছে। কারণ কোনো অসুস্থ বা বৃদ্ধ মানুষদের পক্ষে ভীড় ঠেলে লোকাল ট্রেনে ওঠা কষ্টকর। তাই এই ট্রেন তাদের কাছে হাতে চাঁদ পাত্তয়ার সমান।
ফলত খারাপ, ভালো যাইহোক না কেন আজ থেকে শুরু হল কলকাতার বুকে এসি লোকাল ট্রেনের যাত্রা।
একটি মন্তব্য পোস্ট করুন