আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। বহু সংঘাতের পরেও এইদিন পরীক্ষা চলবে কোলকাতা বিশ্ববিদ্যালয়ে।
![]() |
উপাচার্য শান্তা দত্ত দে |
আগামীকালের জন্য বিরাট আয়োজন। কোলকাতার মেয়ো রোডে ঘটা করে অনুষ্ঠিত হবে TMCP-এর প্রতিষ্ঠা দিবস। বক্তা থাকবেন দলের সুপ্রিমোরাও। কিন্তু শত চেষ্টা করেও আগামীকাল থামানো গেলো না কোলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা।
একবার পার্টির তরফে অনুরোধ করা হয়েছে উপাচার্য কে। গুরুত্ব না দেওয়ায় আসরে নেমেছে খোদ রাজ্য সরকার। কিন্তু তাতেও নিজের সিদ্ধান্তে অনড় থেকে পরীক্ষা চলবে বলেই জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। গতকাল অধ্যাপক সংগঠনের পক্ষ থেকেও পরীক্ষার দিন বদলের আর্জিও করা হয়। কিন্তু লাভ হয়নি। পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, সেই কারণে পুলিশের সঙ্গেও কথা বলা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। কলেজগুলিতে যাতে নির্বিঘ্নে পরীক্ষা চলতে পারে তারই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন