NT Bangla: ২০ অগাস্ট বুধবার সকাল থেকে শহর কলকাতায় হালকা বৃষ্টি সুত্রপাত। দিনভর দফায়-দফায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শুধু আজই নয় আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগ পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়ার মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলচবে দফায়-দফায়। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত দুর্যোগের এই পরিস্থিতি চলবে।
বুধবার সকাল থেকে শহর কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আজ শহরে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দফায়-দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। আজ ও আগামিকাল উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের দিকের বেশ কয়েকটি জেলায় যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, শিলিগুড়ি, মালদাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের পার্বত্য জেলা কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন