Top News

আবার বিতর্কে চিরঞ্জিত

 আবার নিজের দলকে কার্যত অস্বস্তিতে ফেললেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। আরজিকর কাণ্ডের দোষীরা এখনও অধরা, এমনই বক্তব্য রাখেন তৃণমূল বিধায়ক।




বেশ কিছুবার মুখ খুলে দলকে বিপাকে ফেলেছেন চিরঞ্জিত। সম্প্রতি বারাসাতে একটি রক্তদান শিবিরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আরজিকর প্রসঙ্গে প্রশ্ন উঠলে তিনি সরাসরি তাঁর মত প্রকাশ করেন। সব দোষীরা ধরা পড়েনি বলেই তাঁর মনে হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও দোষারোপ করেন বারাসাতের বিধায়ক।


চিরঞ্জিতের এই মন্তব্যের পরেই চাঞ্চল্য শুরু হয় তৃণমূলের অন্দরমহলে। দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিভ্রান্তি না ছড়িয়ে সিবিআই অফিসে গিয়ে নিজের বক্তব্য প্রকাশ করে আসা উচিত চিরঞ্জিতের।

Post a Comment

নবীনতর পূর্বতন