সোমবার রাতে চিনার পার্কের একটি হোটেলের ২০৩ নম্বর কক্ষ থেকে কনস্টেবল মঙ্গল ঢিল্লানের দেহ উদ্ধার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের এয়ারপোর্ট থানার পুলিশ।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, পাঞ্জাবের কাপুরথালার সুলতানপুর এলাকার বাসিন্দা মঙ্গল ঢিল্লান গত এক মাস ধরে ছুটিতে ছিলেন। চলতি মাসের ৪ তারিখে দিল্লির সিজিও কমপ্লেক্সে অবস্থিত বিএসএফের ৫ নম্বর ব্যাটেলিয়ানে কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি সেই দিন কাজে ফেরেননি। বরং ৩ আগস্ট চিনার পার্কের ওই হোটেলে ওঠেন এবং সেখানেই অবস্থান করছিলেন।
গত দুই দিন ধরে তাঁর কোনও সাড়া না পেয়ে সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। সোমবার দুপুরে বারবার ডাকাডাকি করেও কোনও প্রতিক্রিয়া না মেলায় তারা বিমানবন্দর থানায় খবর দেয়। পুলিশ দরজা খুলে দেখতে পায়, কক্ষের মেঝেতে পড়ে রয়েছে জওয়ানের দেহ, যা ইতিমধ্যেই পচতে শুরু করেছে। তবে এসি চালু থাকায় বাইরে দুর্গন্ধ ছড়ায়নি বলে দাবি হোটেল কর্মীদের।
ঘর থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের জেরে মৃত্যু হতে পারে। তবে সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি, কাজে যোগ না দিয়ে কেন তিনি এতদিন ওই হোটেলে ছিলেন, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি বিএসএফ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন