Top News

দুর্গাপুজোর অনুদান নিয়ে কড়া বার্তা হাইকোর্টের!

পুজোর অনুদান নিয়ে রাজ্য সরকারকে কড়া নির্দেশ কোলকাতা হাইকোর্টে। বেঁধে দেওয়া হলো সময়।




গতবছর যে সকল ক্লাব পুজোতে অনুদান পেয়েছিলো, তাদের খরচের হিসেব আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে পেশ করতে বললো হাইকোর্ট। যার হিসেব দিতে পারবে না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া নিতে বলা হয়েছে।প্রয়োজন হলে অনুদান বন্ধ করে দিতে হবে বলে জানান আদালত।


হাইকোর্টে সুজয় পাল ও স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে আজ শুনানিতে বলেন রাজ্য সরকারকে হলফনামা দিতে। সময় দিয়েছেন ৪৮ ঘন্টা। অনুদানের টাকা কোন পুজো কমিটি কীভাবে খরচ করলো তার হিসেব চেয়েছেন তাঁরা। যাদের খরচের হিসেব পাওয়া যাচ্ছে না, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও জানাতে হবে হলফনামায়।




Post a Comment

নবীনতর পূর্বতন