বেলঘরিয়ার আবার চাঞ্চল্যকর ঘটনা। এক শিক্ষককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ।
শনিবার ভোরবেলা। রাস্তার ধারে বসে মদ্যপান করছিলেন এক তরুণী ও কজন তরুণ। বাইকে চলার পথে দেখতে পেয়ে এর প্রতিবাদ করেন বেলঘরিয়ার নন্দননগর নিবাসী শিক্ষক নিরুপম পাল। এর পরেই তাঁকে রাস্তায় ফেলে মারের অভিযোগ মদ্যপায়ীদের বিরুদ্ধে। আক্রান্ত শিক্ষককে ভর্তি করা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। এইদিন সকালে পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত। নিমতার বাসিন্দা ওই তরুণী ও একটি তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরেকজন তরুণও গ্রেপ্তার হন।
সূত্রের খবর ভোরবেলা পুকুরপাড়ে বসে মদ্যপান করছিলেন কজন তরুণ সহ এক তরুণী। তরুণীর নাম মন্দিরা মুখোপাধ্যায়। শিক্ষক নিরুপম পাল বাইক নিয়ে ফিরছিলেন এক আত্মীয়ের বাড়ি থেকে। শুক্রবার কালীপুজো উপলক্ষে সেখানে যান তিনি। ভোরবেলা এই তরুণরা কেন পুকুরপাড়ে বসে আছেন, তা তিনি জানতে চান। তাঁদের মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেন। এরপরেই অভিযুক্তরা তাঁকে আক্রমণ করেছেন বলে জানা গিয়েছে।
স্থানীয়দের বক্তব্য, ইদানিং এলাকায় এমন যথেচ্ছাচার চালাচ্ছেন কিছু যুবক। প্রসঙ্গত, এই বেলঘরিয়ারই কলোনিবাজার এলাকাতে গত সপ্তাহে, জোর করে চাঁদা দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হন এক ব্যক্তি। দোষীদের ওপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক বলে মনে করেন এলাকার মানুষ।
একটি মন্তব্য পোস্ট করুন